কোরিয়ানদের গ্লাস স্কিন মানে হল একেবারে স্বচ্ছ, উজ্জ্বল আর মসৃণ ত্বক। তবে এর রহস্য শুধু রূপটানে নয়, বরং নিয়মিত যত্ন আর সঠিক রুটিনে। আপনিও চাইলে কয়েকটা সহজ ধাপ মেনে সেই কাচের মতো উজ্জ্বল ত্বক পেতে পারেন। এ বার পুজোয় এক বার চেষ্টা করে দেখবেন নাকি?
গ্লাস স্কিনের গোপন কথা: যা করবেন ১.ডাবল ক্লেনজিং– প্রথমে অয়েল বেসড ক্লেনজার, তার পরে ওয়াটার বেসড ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করুন।
২.এক্সফোলিয়েশন – সপ্তাহে ২ বার ত্বকের মরা কোষ দূর করতে হালকা স্ক্রাব বা কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করুন।
৩.টোনার ব্যবহার – হাইড্রেটিং টোনার ত্বককে তরতাজা রাখে এবং পরের রূপটান-সামগ্রী ত্বকে মিশিয়ে দিতে সাহায্য করে।
৪.এসেন্স– এটি কোরিয়ান ত্বক পরিচর্যার মূল ধাপ, যা ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে।
৫.সিরাম ব্যবহার – ভিটামিন সি বা হায়ালুরোনিক অ্যাসিড সিরাম ত্বক উজ্জ্বল ও টানটান রাখে।
৬. শিট মাস্ক – সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করুন, ত্বকে তাৎক্ষণিক জেল্লা আনবে।
৭. ময়শ্চারাইজার – সব সময়ে নিজের ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার লাগান।
৮.সানস্ক্রিম – দিনে যতবার বাইরে বের হবেন SPF 30+ সানস্ক্রিম ব্যবহার করতে ভুলবেন না।
৯. হাইড্রেটেড থাকুন – প্রচুর পানি পান করুন এবং ভেজিটেবল-ফ্রুটস খান।
১০. স্লিপ কেয়ার – পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেসমুক্ত থাকা গ্লাস স্কিনের সবচেয়ে বড় সিক্রেট। (এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ)।