Durga Puja Fashion

পুজোর মেক আপে এই জিনিসটা রেখেছেন তো? নইলে কিন্তু ঠকবেন!

সব কিছু গুছিয়ে রাখার পরেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে ছোটখাটো কিছু ভুলচুক থেকে যাচ্ছে না তো?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ০৯:০০
Share:

মেকআপ কিটে অবশ্যই রাখুন প্রাইমার।

মেক আপ কিট থেকে ম্যাচিং গয়না, চুলের জেল থেকে নকশাদার পাঞ্জাবি, সপ্তমী তিথিতে নিজেকে সুন্দর করে তোলার সব রকম উপাদান নিয়েই সাজঘর সাজিয়েছে বাঙালি।

Advertisement

কিন্তু সব কিছু গুছিয়ে রাখার পরেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে ছোটখাটো কিছু ভুলচুক থেকে যাচ্ছে না তো? এমন কিছু বাদ পড়ছে কি, যা হয়তো আপাত দৃষ্টিতে খুবই নগণ্য বিষয়, কিন্তু সাজগোজে বেশ গুরুত্বের।

আচ্ছা, এ বার সাজের বাক্সে প্রাইমার রেখেছেন তো? ছেলে হোক বা মেয়ে, মেক আপের আগে প্রাইমারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আবহবিদরা জানিয়েছেন, পুজোয় মেঘমুক্ত আকাশ থাকবে। কাজেই, ঘুরতে-বেড়াতে ঘাম হবেই। তাই মেক আপ নষ্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু! আর এখানেই প্রাইমারের খেল শুরু! জানেন কি, পুজোর সাজে প্রাইমার কেন এত প্রয়োজনীয়?

Advertisement

আরও পড়ুন: কোন পোশাকের সঙ্গে কেমন হেয়ারস্টাইল, তা নিয়ে চিন্তায়? রইল সমাধান​

আরও পড়ুন: স্যালোঁয় না গিয়েই এই উপায়ে কার্লি করে ফেলুন চুল!​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন