সেলিনা কিছু দিন আগেই স্বামী পিটার হাগের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ছবি: সংগৃহীত।
বড়দিনের আবহ খানিক যন্ত্রণায় কাটাচ্ছেন সেলিনা জেটলি। গত ১৩ বছরে কখনও সন্তানদের থেকে দূরে থাকেননি অভিনেত্রী। কিন্তু এ বার তাঁর জীবন অন্যরকম। স্বামী পিটার হাগের বিরুদ্ধে কিছু দিন আগে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। এমনকি সন্তানদের তাঁর কাছ থেকে কেড়ে নেওয়ার অভিযোগও করেছেন সেলিনা। তাই এ বার বড়দিনে পাশে নেই তাঁর সন্তানেরা। মন খারাপের কথা নিজেই উজাড় করেছেন সেলিনা।
সেলিনা সন্তানদের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন। সেই সঙ্গে পুত্রদের জন্য লিখেছেন, “দূরে থাকলেই ক্রিসমাসের ভালবাসা কমে যায় না। বরং যন্ত্রণা আরও বেড়ে যায়। আজ আমার প্রতিটি প্রার্থনা তোমাদের জন্য রইল।”
পিটার হাগের সঙ্গে দীর্ঘ দাম্পত্যে সেলিনার তিন সন্তান— উইনসটন, বিরাজ ও আর্থার। এত বছর ধরে অত্যাচারিত হলেও, পুত্রদের কাছে পাওয়ার জন্য কিছু কাজ এখনও করতে রাজি সেলিনা। নিজেই লিখেছেন, আজও তিনি সন্তানদের জন্য কুকি, ফুচকা, আলুর পরোটা তৈরি করতে প্রস্তুত। আজও বীজগণিত পড়াতে চান তাদের। আবার বেশি গেম খেললে বকুনি দিয়ে তার পরে আদরও করতে চান। সেলিনা নিজেই লিখেছেন, স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর চোখ ভিজে আসছে। অভিনেত্রীর আকুতি, “আমি বিশ্বাস করতে পারছি না, আমি তোমাদের সঙ্গে আজ কথা পর্যন্ত বলতে পারলাম না। খুব কষ্ট হচ্ছে। আশা করছি, তোমরা যখন বড় হবে, বুঝতে পারবে, কেন এমন হল।”
পুত্রদের কাছে সান্টাক্লজ়ের মাধ্যমে ভালবাসা পাঠিয়েছেন তিনি। তবে ফের পুত্রদের কাছে ফিরে পাওয়ার আশা ছাড়েননি সেলিনা।