Durga Puja Fashion

পুজোয় ছেলেরা হেয়ার স্টাইলিং নিয়ে চিন্তায়? জেনে নিন এবার পুজোর ট্রেন্ড

হেয়ার কাটিংয়ে যদি ছেলেরা বেছে নেয় ফেড আউট, লাইন কাট বা হেয়ার ট্যাটু, বিয়ার্ড স্টাইলিংয়েও কিন্তু পিছিয়ে নেই তারা। জনপ্রিয়তায় ফেড আউট কাটিং এগিয়ে থাকলেও ফ্রেঞ্চ কাটও কিন্তু দৌড়ে পিছিয়ে নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ২০:১৩
Share:

সাবেকিয়ানা আর আধুনিকতার মেলবন্ধনে পুজোর সাজে ছেলেরা কিন্তু পিছিয়ে নেই। হেয়ার কাটিং থেকে ফেসিয়াল সবেতেই নজরকাড়া ছবি ছেলেদের গ্রুমিংয়েও। হেয়ার কাটিংয়ে যদি ছেলেরা বেছে নেয় ফেড আউট, লাইন কাট বা হেয়ার ট্যাটু, বিয়ার্ড স্টাইলিংয়েও কিন্তু পিছিয়ে নেই তারা। জনপ্রিয়তায় ফেড আউট কাটিং এগিয়ে থাকলেও ফ্রেঞ্চ কাটও কিন্তু দৌড়ে পিছিয়ে নেই। হেয়ার স্টাইলিংয়ে আরও একটু ফ্যাশনের ছোঁয়া আনতে করে নিতে পারেন ধূসর অথবা হানি রংয়ের হাইলাইটস। সারা বছর কাজের মাঝে নিজের দিকে তাকানোর সময় না পেলেও পুজোর আগে করে নিন একটা ডি-ট্যান ফেসিয়াল। পুজোর আমেজে ছেলেদের বিউটি গ্রুমিংয়ের খোঁজ দিলেন মৌসুমি মিত্র ও জ্যোলি চন্দ্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement