Durga Puja Fashion

পুজোতেও কি ‘ডালি’র কস্টিউমে দেখা যাবে স্বস্তিকাকে?

শাড়ি তো অবশ্যই পরবেন স্বস্তিকা। কিন্তু নজর থাকবে ড্রেপ লুকের দিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ১০:৩২
Share:

স্বস্তিকা দত্ত।

‘ডালি’কে আপনি নিশ্চয়ই চেনেন? ‘গোবিন্দ’র সঙ্গে তাঁর কেমিস্ট্রি একদিনও মিস করেন না, তাই না?

Advertisement

ঠিকই ধরেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’র ডালি। অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

টিভির পর্দায় দর্শক স্বস্তিকাকে এক রকম পোশাকে দেখেন। কিন্তু পুজোর সময়? তখনও কি ‘ডালি’র কস্টিউমেই দেখা যাবে স্বস্তিকাকে?

Advertisement

আরও পড়ুন: নানা সাজে কোয়েল-শ্রাবন্তী-পাওলি-শুভশ্রী, আপনি কোনটা বাছবেন?​

আরও পড়ুন: কার সঙ্গে পুজোয় প্যান্ডেলে ঘুরবেন ভানুমতী?​

স্বস্তিকা জানালেন, ‘ডালি’ চরিত্রের বিশেষ কস্টিউম হল কোল্ড শোল্ডার ড্রেস। কোনও টপ পরলেও সেটা কোল্ড শোল্ডার ডিজাইনেরই হয়। অর্থাৎ কাঁধ এবং কনুইয়ের মাঝের অংশ ফাঁকা থাকে। পুজোতেও কোল্ড শোল্ডারের দিকেই নজর থাকবে স্বস্তিকার। কিন্তু শাড়িতে সাজতে চান তিনি। তাই কোল্ড শোল্ডার ব্লাউজ এ বার পুজোয় স্বস্তিকার ফ্যাশন স্টেটমেন্ট।

শাড়ি তো অবশ্যই পরবেন স্বস্তিকা। কিন্তু নজর থাকবে ড্রেপ লুকের দিকে। সাধারণত এ ভাবে শাড়ি পরলে তুলনামূলক ভাবে রোগা লাগে বলে মত ফ্যাশন বিশেষজ্ঞদের। প্যান্ডেলে সন্ধি পুজোর মুহূর্তে হোক বা পরিবারের সকলের সঙ্গে খাওয়ার প্ল্যান, শাড়িতেই এ বার মাতিয়ে রাখবেন স্বস্তিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement