Durga Puja 2022

শাড়ি পরবেন, অথচ ম্যাচিং ব্লাউজ নেই! ক্রপ টপ, শার্ট বা কুর্তি আছে তো!

শাড়ি পরার সময় যদি দেখেন ম্যাচিং ব্লাউজটাই নেই হাতের কাছে, তা হলে...

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪১
Share:

ব্লাউজে থাকুক নতুনত্বের ছোঁয়া, ছবি: সংগৃহীত

শাড়ি ছাড়া যেন স্বয়ংসম্পূর্ণ হয় না নারীর সাজ। বিশেষ করে উৎসবের মরশুমে, শাড়ি যেন আলাদা মাত্রা যোগ করে। কিন্তু উপায় কী যদি শাড়ি পরার সময় দেখেন ম্যাচিং ব্লাউজটাই নেই হাতের কাছে! চিন্তা না করে বরং আলমারিতে চোখ বুলিয়ে নিন। দেখবেন সারা বছর ধরে আপনি যে সব শার্ট, কুর্তা, টপ কিনেছেন, সেগুলিই পরতে পারবেন শাড়ির সঙ্গে। কী ভাবে? রইল টিপস!

Advertisement

পিঠ কাটা ব্লাউজেও ভাল মানাবে

শার্ট

জিন্সের সঙ্গে যে শার্ট আপনি পরেন, সেটাই ব্যবহার করুন ব্লাউজের পরিবর্তে। অনায়াসে শার্টের হাতা দু’টো অল্প গুটিয়ে রাখতে পারেন, যা আপনার সাজকে ক্যাজুয়াল করে তুলবে। বদল আনতে পারেন শাড়ি পরার ধরনেও। ধুতির মতো করে শাড়িটা পরুন। কোমরে একটি মানানসই বেল্ট। এর সঙ্গে গলায় একটা চোকার। ব্যাস। আপনার সাজ সম্পূর্ণ।

Advertisement

শার্টের সঙ্গে শাড়ি

কেপ টপ

পুরোদস্তুর একটি কেপ টপ আপনার আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবে আপনার সাজে। এই কেপ টপগুলি একেবারেই ব্লাউজের মতো সাদামাটা নয়। এর একটি নিজস্ব ধাঁচ রয়েছে। এর সঙ্গে মানানসই কানের দুল হলেই কেল্লা ফতে!

অন্য রকম লুক পেতে কেপ টপ

ক্রপ টপ ও অন্যান্য

পেপলাম টপস, ক্রপ টপস, অফ-শোল্ডার রাফলড টপস, কোল্ড-শোল্ডার টপস, অর্থাৎ সারাবছর জিন্স বা স্কার্টের সঙ্গে পরার জন্য যা কিছু আপনি কিনেছেন সবই আপনি পরতে পারবেন শাড়ির সঙ্গে। কিন্তু কোনটা কখন পরবেন, সেটা নির্ভর করবে আপনার শাড়ি ও আাপনার চেহারার ওপর।

ক্রপ টপের সঙ্গে শাড়ি

কুর্তা

ছোটবেলায় অনেক মেয়েই স্কুলে শার্টের ওপর শাড়ি পরেছে নির্দিষ্ট পোশাক হিসেবে। সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এ জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ও বড় কুর্তা দিয়ে শাড়ি পরছেন। কোনও কিছুই নতুন নয় ফ্যাশনে, সব ঘুরে ফিরে আসে। তাই আপনারাও চাইলে,কুর্তা দিয়ে পরতেই পারেন শাড়ি। আপনাদের প্রিয় ‘দিদি নম্বর ওয়ান’এর মত।

কুর্তা দিয়ে শাড়ি

তা হলে আর দেরি কেন? এই পুজোয় সাজে থাকুক নতুনত্ব। মনে রাখবেন, আপনার সাজগোজ তখনই ভাল লাগবে, যখন আপনি খুব সহজেই সেই পোশাকের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন