প্রতীকী চিত্র
নখে নেলপলিশ পড়লে যেন হাত দুটোরই চেহারা পাল্টে যায়। পুজোর সাজে রঙিন নখের সৌন্দর্যে চোখ টানতে কার না সাধ জাগে! এ দিকে, আহ্লাদ করে পছন্দের নেলপলিশ পরার কয়েক দিনের মধ্যেই তার বিবর্ণ চেহারা, চকচকে ভাব উধাও। তা হলে উপায়? আছে, আছে। কিছু সহজ যত্ন আর কৌশল মেনে চললেই নেলপলিশ দীর্ঘদিন অক্ষত ও উজ্জ্বল রাখা সম্ভব।
নেলপলিশ দীর্ঘস্থায়ী করার টিপস:
১.নখ পরিষ্কার রাখুন: নেলপলিশ পরার আগে নখে যেন কোনও তেল, ক্রিম বা ময়লা না থাকে। চাইলে নেলপলিশ রিমুভার দিয়ে একটু মুছে নিতে পারেন।
২.বেস কোট ব্যবহার করুন: নেলপলিশের আগে বেস কোট লাগালে রং ভাল ভাবে বসে এবং বেশি দিন টেকে।
৩.পাতলা স্তরে পলিশ লাগান: একসঙ্গে মোটা করে নেলপলিশ না লাগিয়ে পাতলা ২-৩টি পোঁচে লাগান। এতে তা ফাটবে না ও বেশি দিন টিকে থাকবে।
৪.টপ কোট দিন: নেলপলিশ শুকিয়ে গেলে শেষে টপ কোট ব্যবহার করুন। এটি রঙ বিবর্ণ হওয়া বা খসে যাওয়া আটকায়।
৫.প্রতি ২-৩ দিনে টপ কোট দিন: দু’তিন দিন অন্তর নতুন করে টপ কোট দিলে নেলপলিশ আরও টেকসই হয়।
৬.নখে জল বা ডিটারজেন্ট কম লাগান: বেশি সময় জল বা সাবান-ডিটারজেন্টে হাত ভেজা থাকলে নেলপলিশ উঠে যায়। বাসন ধোওয়ার সময়ে গ্লাভস ব্যবহার করতে পারেন।
৭.নখ শুকনো ও আর্দ্র রাখুন: হ্যান্ড ক্রিম বা কিউটিকল অয়েল ব্যবহার করলে নখ স্বাস্থ্যোজ্জ্বল এবং আর্দ্র থাকবে। ফলে নেলপলিশও দীর্ঘস্থায়ী হবে।
৮. গরম জল এড়িয়ে চলুন: বারবার গরম জলে হাত দিলে নেলপলিশ দ্রুত ফেটে যায়।
৯.নখে চাপ দেবেন না: নখ দিয়ে টেপ খোলা, বাক্স খোলা বা ধারালো জিনিস ব্যবহার করলে নেলপলিশ ক্ষতিগ্রস্ত হয়।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।