long lasting nail polish

রঙিন নখেই রাঙান পুজো, নেলপলিশ উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী রাখুন এই সহজ কৌশলে

নেলপলিশ শুধু নখ নয়, পুরো হাতের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। কিন্তু একটুতেই যে উঠে যায়! তবে সামান্য যত্ন নিলেই কিন্তু নেলপলিশের চকচকে ভাব টিকিয়ে রাখা সম্ভব।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫
Share:

প্রতীকী চিত্র

নখে নেলপলিশ পড়লে যেন হাত দুটোরই চেহারা পাল্টে যায়। পুজোর সাজে রঙিন নখের সৌন্দর্যে চোখ টানতে কার না সাধ জাগে! এ দিকে, আহ্লাদ করে পছন্দের নেলপলিশ পরার কয়েক দিনের মধ্যেই তার বিবর্ণ চেহারা, চকচকে ভাব উধাও। তা হলে উপায়? আছে, আছে। কিছু সহজ যত্ন আর কৌশল মেনে চললেই নেলপলিশ দীর্ঘদিন অক্ষত ও উজ্জ্বল রাখা সম্ভব।

Advertisement

নেলপলিশ দীর্ঘস্থায়ী করার টিপস:

১.নখ পরিষ্কার রাখুন: নেলপলিশ পরার আগে নখে যেন কোনও তেল, ক্রিম বা ময়লা না থাকে। চাইলে নেলপলিশ রিমুভার দিয়ে একটু মুছে নিতে পারেন।

Advertisement

২.বেস কোট ব্যবহার করুন: নেলপলিশের আগে বেস কোট লাগালে রং ভাল ভাবে বসে এবং বেশি দিন টেকে।

৩.পাতলা স্তরে পলিশ লাগান: একসঙ্গে মোটা করে নেলপলিশ না লাগিয়ে পাতলা ২-৩টি পোঁচে লাগান। এতে তা ফাটবে না ও বেশি দিন টিকে থাকবে।

৪.টপ কোট দিন: নেলপলিশ শুকিয়ে গেলে শেষে টপ কোট ব্যবহার করুন। এটি রঙ বিবর্ণ হওয়া বা খসে যাওয়া আটকায়।

৫.প্রতি ২-৩ দিনে টপ কোট দিন: দু’তিন দিন অন্তর নতুন করে টপ কোট দিলে নেলপলিশ আরও টেকসই হয়।

৬.নখে জল বা ডিটারজেন্ট কম লাগান: বেশি সময় জল বা সাবান-ডিটারজেন্টে হাত ভেজা থাকলে নেলপলিশ উঠে যায়। বাসন ধোওয়ার সময়ে গ্লাভস ব্যবহার করতে পারেন।

৭.নখ শুকনো ও আর্দ্র রাখুন: হ্যান্ড ক্রিম বা কিউটিকল অয়েল ব্যবহার করলে নখ স্বাস্থ্যোজ্জ্বল এবং আর্দ্র থাকবে। ফলে নেলপলিশও দীর্ঘস্থায়ী হবে।

৮. গরম জল এড়িয়ে চলুন: বারবার গরম জলে হাত দিলে নেলপলিশ দ্রুত ফেটে যায়।

৯.নখে চাপ দেবেন না: নখ দিয়ে টেপ খোলা, বাক্স খোলা বা ধারালো জিনিস ব্যবহার করলে নেলপলিশ ক্ষতিগ্রস্ত হয়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement