Dhanteras Offer

ধনতেরাসে সোনায় সোহাগা — এই শুভ লগ্নে গয়না কিনুন আকর্ষণীয় ছাড়ে

আলোর উৎসব ও ধনতেরাসের শুভ লগ্নকে উদ্‌যাপন করতে ‘রূপশ্রী জুয়েলার্স’ নিয়ে এসেছে সোনার গয়নার উপর দারুণ অফার।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৬:১২
Share:

‘রূপশ্রী জুয়েলার্স’ নিয়ে এসেছে সোনার গয়নার উপর দারুণ অফার

ধনতেরাসের দিন সোনার কিছু জিনিস কেনাকে সমৃদ্ধি, সৌভাগ্য ও ভাগ্যবৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। তবে সোনা শুধুই গয়না নয়, বরং ঐতিহ্যেরও নিদর্শন। আলোর উৎসব ও ধনতেরাসের শুভ লগ্নকে উদ্‌যাপন করতে ‘রূপশ্রী জুয়েলার্স’ নিয়ে এসেছে সোনার গয়নার উপর দারুণ অফার। শুধু সোনা কেন, থাকছে হিরে এবং রূপোর গয়নাতেও বিশেষ ছাড়।

কী কী থাকছে এই বিশেষ অফারে:

  • সোনার গয়নার মেকিং চার্জের উপর ৩০% অবধি ছাড়।
  • হিরের গয়নার মেকিং চার্জের উপর ফ্ল্যাট ৫০% ছাড়।
  • থাকছে ধনতেরাস স্পেশাল লাকি ড্র প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীরা সুযোগ পাবেন সোনা ও রূপোর মুদ্রা জিতে নেওয়ার সুযোগ।

এই অফারটি ২০শে অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রযোজ্য।

এ ছাড়াও ধনতেরাস উপলক্ষ্যে ‘রূপশ্রী জুয়েলার্স’ নিয়ে এসেছে অভাবনীয় গয়নার সম্ভার, যার মধ্যে অন্যতম, হালকা ওজনের ‘টেম্পল জুয়েলারি’। সাধারণত টেম্পল জুয়েলারির নূন্যতম ওজন থাকে ৩০-৪০ গ্রাম, কিন্তু এখানে ২০ গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন টেম্পল জুয়েলারি, তাও আবার ২২ ক্যারাট হলমার্ক যুক্ত সোনা।

পারম্পরিক বাঙালি গয়না থেকে আধুনিক যুগের বিয়ের গয়না, এখানে পেয়ে যাবেন অনন্য ডিজ়াইনের জড়োয়া গয়নার সম্ভার, যার মধ্যে রয়েছে ‘নবরত্ন সেট’, মহারাষ্ট্রের ‘তুষি জুয়েলারি’। তবে এই গয়নাগুলির ওজন খুবই কম। এখনকার মূল্যের উপর ভিত্তি করে নেকলেসের দাম শুরু হচ্ছে ১৫০০০ টাকা থেকে।

বাঙালি কনেদের জন্য এখানে রয়েছে নতুন ধরণের গয়না, যেমন কালো নোয়া, শাঁখা, পলা, এমনকি শাঁখা-পলা একসঙ্গে ডিজ়াইন, সকেট চুড়ি, হালকা ওজনের হাতফুল বা রত্নচূড়, কানবালা ও আজকালকার জন্য মানানসই ঝুমকো।

ট্রেন্ডি এবং হালকা হিরের আংটি ১৮ ক্যারেট সোনা সহ ৩০০০০ টাকা থেকে শুরু হচ্ছে এবং হিরের নাকছাবির দাম ৪০০০ টাকা থেকে শুরু।

১৯১৯ সালে পশ্চিম কলকাতার গার্ডেনরিচ অঞ্চলের বাসিন্দা যতীন্দ্রনাথ রক্ষিত ‘রূপশ্রী জুয়েলার্স’ প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালে এই ব্র্যান্ডের দেশপ্রিয় পার্কের শোরুম চালু হয়। বর্তমানে প্রয়াত প্রবীরকুমার রক্ষিতের স্ত্রী তাপসী রক্ষিত এবং তাঁদের ছেলে রাহুল রক্ষিত এই ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন একমাত্র রাসবিহারীতেই এই ব্র্যান্ডের শোরুম রয়েছে, এ ছাড়া আর কোনও শাখা নেই।

‘রূপশ্রী জুয়েলার্স’-এর শোরুম এবং বর্তমান কর্ণধার রাহুল রক্ষিত

রাহুল রক্ষিতের বক্তব্য অনুযায়ী সাধারণ ক্রেতার কথা ভেবেই এখানে গয়না তৈরি হয়। আগামী বছরের মধ্যে সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৫০,০০০ টাকা ছুঁতে পারে। সোনায় এখন বিনিয়োগ করলে তার থেকে ভবিষ্যতে রিটার্নও ভাল পাওয়া যাবে। সোনার দাম বৃদ্ধির এই সময়ে পুরনো, অব্যবহৃত সোনা বদল করে নতুন সোনার গয়না কিনে নিতে পারেন, সেই সুযোগও করে দিচ্ছে ‘রূপশ্রী জুয়েলার্স’।

‘রূপশ্রী জুয়েলার্স’-এর শোরুম ১২৮, রাসবিহারী অ্যাভেনিউ, কলকাতা ৭০০০২৯। ধনতেরস অফার কিংবা এই ব্র্যান্ডের গয়না সম্পর্কে যে কোনও বিষয়ে খোঁজ নিতে ৯৮৩০৮৮২৮২১ নম্বরে যোগাযোগ করতে পারেন। অনলাইনেও কিনতে পারেন আপনার পছন্দের গয়না rupashreejewellers.com থেকে।

এই প্রতিবেদনটি ‘রূপশ্রী জুয়েলার্স’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন