Outfit Ideas for Children

পুজোয় দশ গোল দেবে ফ্যাশন-সচেতন খুদেরাও! এ বারের ট্রেন্ডে এগিয়ে কোন পোশাক?

ফ্যাশনের দিক থেকে কিন্তু মোটেই পিছিয়ে নেই খুদেরাও। পুজোর ফ্যাশনে এ বারেও তাদের রাজত্ব। নতুন কী ট্রেন্ড এল কচিকাঁচাদের সাজের ধারায়?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১১:২৭
Share:

প্রতীকী চিত্র

পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে এখন থেকেই। শারদীয়ার সাজ নিয়ে বড়দের হাজারো প্ল্যান থাকে, সোশ্যাল মিডিয়া-ইউটিউব-গুগল ঘেঁটে চলে ট্রেন্ডের খোঁজ। আজকালকার কচিরাও কিন্তু ঠিক ততটাই সচেতন! কয়েক দশক আগে মা-বাবারা যেমন ঠিক করতেন বাড়ির বাচ্চারা কেমন সাজবে, এখনও তাই হয় বটে। এখনকার মা-বাবারা ছোটদের সাজাতে ভালবাসেন ট্রেন্ড মেনে। এবং সবচেয়ে মজার কথা, এ যুগের কুট্টিদেরও বেশ মতামত থাকে!

Advertisement

পুজোর ফ্যাশনে এ বারেও তাই কচিকাঁচাদের রাজত্ব। জেনে নিন, এ বার নতুন কী ট্রেন্ড এল তাদের সাজের ধারায়?

‘কো-অর্ড সেট’

Advertisement

সে বড় হোক বা ছোট, যে কোনও বয়সের জন্যে কো-অর্ড সেট কিন্তু বরাবরই ফ্যাশনে ইন। খুব বেশি রঙচঙে পছন্দ না হলেও হালকা ডিজ়াইনের বা এক রঙেরও ‘কো-অর্ড সেট’ পাওয়া যাচ্ছে বাজারে।

ডাংরি

এই পোশাকে বেশ নজরকাড়া দেখায় খুদেদের। বিশেষ করে ডেনিম ডাংরি ফ্যাশনের বাজারে বরাবরই জনপ্রিয়। এ বছরও পুজোয় শিশুদের ক্ষেত্রে এটি বেশ ট্রেন্ডিং।

‘সোয়েট-শার্ট’

পুজো মিটলেই তো শীতকাল। পুজোয় বাড়ির খুদে সদস্যের জন্য সোয়েট-শার্ট কিনলে তা শীতের মরশুমেও আরামদায়ক। এ ছাড়া খুব বেশি পরিপাটি হওয়ার দরকার পড়ে না, ‘সোয়েট-শার্ট’ এমনিতেই বেশ ‘ক্লাসি’ লুক দেয়।

‘ছড়া লেখা’ জামা

‘বাঘমামা’, ‘হাট্টিমাটিম টিম’- গোটা ছোটবেলাটারই সঙ্গী যারা, তারাও যদি উঠে আসে জামার সাজে? পোশাকের এই ধাঁচ অবশ্য নতুন নয়। ছোটদের টিশার্ট বা সুতির ফ্রকে এমন বহু বাংলা কবিতা এবং ছড়ার অংশ লেখা থাকে। বহু যুগ ধরে চলে আসা এই ধাঁচ আজও ট্রেন্ডে।

‘প্যাস্টেল’ বা সফ্‌ট টোন

তারকা থেকে সাধারণ মানুষ– প্যাস্টেল থিম সাম্প্রতিক কালে খুবই জনপ্রিয়তা কুড়িয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে জন্মদিনের থিম, এই হালকা অথচ নজরকাড়া রঙের প্রতি আগ্রহ বেড়েছে সকলেরই। কচিকাঁচাদের পোশাকের ক্ষেত্রেও এই রঙ মন্দ লাগবে না।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement