Street Food Joints

শঙ্কর কেবিনের ফিশফ্রাই থেকে জিশানের রোল, দেশপ্রিয় পার্ক চত্বর যেন খানা খাজানা!

ঠাকুর দেখতে গিয়ে খিদে তো পাবেই। খাদ্যরসিকদের জন্য এমনিতেই স্ট্রিটফুডের তালিকা অফুরান। গন্তব্য যদি দেশপ্রিয় পার্ক হয়, তা হলে চেখে দেখতেই পারেন এই দোকানগুলির খাবার।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৫
Share:

প্রতীকী চিত্র

ঠাকুর দেখার সঙ্গে পেটপুজো না হলে ভোজনরসিক বাঙালির পুজো জমে নাকি! বিশেষত দক্ষিণ কলকাতায় দেবীদর্শন মানে কোনটা ছেড়ে কোনটা দেখব অবস্থা! খিদে তো পাবেই। খাদ্যরসিকদের জন্য এমনিতেই স্ট্রিটফুডের তালিকা অফুরান। গন্তব্য যদি দেশপ্রিয় পার্ক হয়, তা হলে চেখে দেখতেই পারেন এই দোকানগুলির খাবার।

Advertisement

গড়িয়াহাটের শঙ্কর কেবিন

গরম গরম ফিশফ্রাই, সঙ্গে কাসুন্দ ও কাঁচা পেঁয়াজ। ভেবেই জিভে জল! খুবই স্বল্প মূল্যে এই স্বাদ উপভোগ করতে হলে যেতে হবে ২২,১ গড়িয়াহাট আরডি, গোলপার্কে। দক্ষিণ কলকাতার শঙ্কর কেবিনের ঠিকানা স্থানীয় যে কেউ দিয়ে দেবে।

Advertisement

আপনজন

ফিশফ্রাইয়ের কথা যখন হচ্ছেই, আপনজনের কথা কী ভাবে বাদ দেওয়া যায়! কালীঘাট চত্বরে থাকলে এক বার ঢুঁ মেরে আসতেই পারেন।

জিশান

চলতে ফিরতে একটা চটজলদি এগরোল হাতে এলে মন্দ হয় না। শুধু এগরোল কেন, চিকেন রোল, মটন টিক্কা রোল, এমনকি এগ মটন টিক্কা রোল- সবই পেয়ে যাবেন এক ছাদের তলায়। ঠিকানা, কালীঘাটের জিশান।

মহারাজ

একেবারে সাবেক বাঙালি স্ট্রিটফুড খুঁজছেন? ঘুরে আসতেই পারেন ‘মহারাজ’-এর দরবারে!

ম্যাগি ওয়ালা

ম্যাগিপ্রেমীরা কোথায়! মাত্র দু’মিনিটে ম্যাগি তৈরি না হলেও দক্ষিণ কলকাতার এই জায়গার ম্যাগি চেখে দেখলে দু’মিনিটে মন ভরবেই। এ ছাড়াও রয়েছে শর্মা স্ন্যাক্স সেন্টার, রঘু বাবু-সহ আরও অনেক স্ট্রিটফুডের ঠিকানা।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement