Dhanteras 2025

আকাশছোঁয়া সোনার দাম! লক্ষ্মীর কৃপা পেতে ধনতেরসে বিকল্প হিসেবে কিনুন এই জিনিসগুলি

পকেটকে চাপ না দিয়ে ধনতেরসে কী কী কিনতে পারেন চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১০:৫৭
Share:

প্রতীকী চিত্র।

উৎসবের মরসুমে আকাশছোঁয়া সোনার দাম। রোজ রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে হলুদ ধাতুর দাম। নিম্ন মধ্যবিত্ত তো বটেই, মধ্যবিত্তেরও নাগালের বাইরে যেতে বসেছে সোনা। এ দিকে ধনতেরসের দিন সোনা না কিনলেও নয়। তবে, না। সোনা না কিনলেও চলে এই বিশেষ দিনে। লক্ষ্মীর কৃপা পেতে অন্য জিনিসও কিনতে পারেন, যাতে সমৃদ্ধি আসবে ঘরে। পকেটকে চাপ না দিয়ে ধনতেরসে কী কী কিনতে পারেন চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

সোনার অন্যতম ভাল বিকল্প রূপো। রুপোর দামও বেজায় বেড়েছে বর্তমানে। তবুও আয়ত্তের মধ্যে রয়েছে। তাই প্রয়োজনীয় এমন কিছু রুপোর জিনিস এ দিন কিনতে পারেন।

ধনতেরসের দিন লক্ষ্মী মূর্তি বাড়ি আনতে পারেন। কেবল লক্ষ্মী নয়, গণেশ বা কৃষ্ণের মূর্তিও আনতে পারেন। দেব, দেবীদের এই মূর্তি এই দিন ঘরে আনলে তা সমৃদ্ধিকে আকর্ষণ করে বলে মনে করা হয়।

Advertisement

ঝাঁটা কেনা তো এখন ট্রেন্ডিং। ধনতেরসের দিন অনেকেই ঝাঁটা কেনেন। আপনিও এটি এ দিন কিনতে পারেন।

তামা, পিতল, রুপোর বাসন কিনতে পারেন। তবে লোহার কিছু এ দিন না কেনাই শ্রেয়।

গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ধনতেরসের দিনটিকেই বেছে নিন। এই দিনটি অত্যন্ত শুভ গাড়ি কেনার জন্য।

ঘরের জন্য কোনও নতুন ইলেকট্রনিক্সের জিনিস কেনার থাকলে সেটিও এই সময় কিনতে পারেন। এই সময় অনলাইন হোক বা অফলাইন সর্বত্রই বিশেষ ছাড়ও পাওয়া যায়। উৎসবের মরসুমে তাই মাইক্রোওয়েভ হোক বা টিভি, ল্যাপটপ, ইত্যাদি সবই কিনে ফেলতে পারেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement