কালীপুজো শেষ হলেই ভাইফোঁটা! শহর জুড়ে আনন্দের রেশ। ভাই-বোনের সম্পর্ক যে একটা মিষ্টি দুষ্টুমির বাঁধন, সারা বছরের খুনসুটির মাঝেও যে অফুরান স্নেহ লুকিয়ে থাকে, সেই কথাই যেন আরও এক বার মনে করিয়ে দেয় এই দিনটি।
এটি শুধু একটি প্রথা নয়, এটি বোনের মন থেকে ভাইয়ের দীর্ঘ জীবন আর সুখ-সমৃদ্ধির জন্য এক গভীর প্রার্থনা। বোনেরা আরতি করে, ভাইয়ের কপালে যত্ন করে ফোঁটা দেয়।
আর ভাইয়েরা? এই দিনটিতে তারা সুযোগ পায় তাদের হৃদয়ের উষ্ণতা আর কৃতজ্ঞতা প্রকাশ করার। আর সেই ভালবাসার প্রকাশে উপহারের চেয়ে ভাল উপায় আর কী হতে পারে?
তবে ভাইফোঁটার উপহার মানেই একখানা খামে টাকা গুঁজে দেওয়া কিংবা দোকান থেকে কেনা কোনও সাধারণ গিফট হ্যাম্পার নয়। তাতে ব্যক্তিগত ছোঁয়া কই? আবেগ কোথায়? উপহার হোক এমন কিছু, যা বোন যত্ন করে আগলে রাখবে। তাই, সময় থাকতে থাকতে জেনে নিন, আপনার বোনের মন জয় করার কিছু সহজ উপায়।
বোন যদি শখের ছবি-শিকারি হন, তবে তাকে দিতে পারেন একটি ইনস্ট্যান্ট ক্যামেরা। ফিল্মে স্মৃতি প্রিন্ট করে সে তার ঘরের দেয়ালে বা রূপটানের টেবিলে সুন্দর ফেয়ারি লাইট-এর সঙ্গে সাজিয়ে রাখতেই পারে।
এ ছাড়া, আজকালকার মেয়েদের নিত্য দিনের সঙ্গী হল স্টাইলিশ টোট ব্যাগ। কলেজ যাওয়া হোক বা বন্ধুদের সাথে আড্ডা, এই ব্যাগ সব পোশাকের সঙ্গেই দারুণ মানানসই। চার্ম বা কি-চেন ব্যাগে ঝুলিয়ে দিলে উপহারে একটা ব্যক্তিগত মোচড় যোগ হবে।
দিনের পর দিন সংসারের বা অফিসের চাপ সামলানোর জন্য আপনার বোন হয়তো দশভুজা দেবীর মতোই কাজ করে চলেছেন। এমন কর্মব্যস্ততার পর তার একটা আরামের বিরতি দরকার। এই ভাইফোঁটায় তাকে ম্যাসাজ চেয়ার উপহার দিয়ে একটা শান্তি এনে দিতে পারেন।
এ ছাড়াও, তার যদি গাছের প্রতি টান থাকে, তা হলে একটা সুন্দর টবে লাগানো সুখদায়ক সাকুলেন্ট বা জেড প্ল্যান্ট দিতে পারেন।
আর যদি বোন সুগন্ধি পছন্দ করে, তার জন্য লিমিটেড এডিশন পারফিউম, জমকালো লাক্সারি রিস্টওয়াচ কিংবা নানা রঙ-বেরঙের হ্যান্ডব্যাগ তো আছেই।
ভ্রমণে যেতে পছন্দ করেন যে বোন, তাকে উপহার দিন স্টাইলিশ লাক্সারি স্যুটকেস।
এ ছাড়াও, নিজের রূপটানের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য ভ্যানিটি ব্যাগ বা সবসময়ের জন্য সুরক্ষার সঙ্গী রোদ চশমাও হতে পারে বেশ কার্যকরী উপহার।
উপহার যা-ই হোক না কেন, ভাইফোঁটার আসল মজাটা কিন্তু লুকিয়ে আছে সেই মিষ্টি মুহূর্তে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।