Jagadhatri Puja Remedies

ভাগ্যের হাল ফেরাতে চান? জগদ্ধাত্রী পুজোর নবমীতে করুন এই টোটকা

জগদ্ধাত্রী পুজোর দিন কী কী টোটকা করবেন জেনে নিন।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৩:৫৬
Share:

প্রতীকী চিত্র।

দুর্গা, কালী বিদায় নেওয়ার পর এ বার বঙ্গে সাড়ম্বরে পালিত হবে জগদ্ধাত্রী পুজো। বর্তমানে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। ২৭ অক্টোবর জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। আগামী ৩০ অক্টোবর পড়েছে নবমী, জগদ্ধাত্রী পুজোর মূল দিন। ভাগ্যের হাল ফেরাতে চাইলে এই দিন কিছু সহজ টোটকা করুন। সুপ্রসন্ন হবেন ভাগ্যদেবী।

Advertisement

জগদ্ধাত্রী পুজোর দিন কী কী টোটকা করবেন জেনে নিন।

প্রথমত, জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দেবীর পুজো করুন। অঞ্জলি দিন।

Advertisement

মহিলারা যদি এ দিন উপোস করে দেবীকে অঞ্জলি দেন বা পুজো করেন তা হলে ভাগ্য প্রসন্ন হয়।

এ দিন পারলে দেবীকে বস্ত্র অর্পণ করুন। আরও ভাল হয় যদি হলুদ বস্ত্র অর্পণ করেন এদিন।

পাঁচ বছরের নিচের কোনও কন্যাকে নবমীর দিন তার পছন্দের খাবার খাওয়ান এবং উপহার দিন।

জগদ্ধাত্রী পুজোর অষ্টমী এবং নবমী তিথিতে নিরামিষ আহার গ্রহণ করুন।

আমলকী গাছের নিচে নিজের সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে পুজো করুন। পুজো শেষ হলে গাছকে সাতবার প্রদক্ষিণ করুন এবং নিজের মনের কথা জানান।

আমলকী গাছকে নবমীর দিন চন্দন, রোলি এবং ফুল দিয়ে সাজান।

এই গাছের নিচে এদিন ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

নতুন ব্যবসা শুরুর কথা ভাবলে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন করতে পারেন। এই দিনটি অত্যন্ত শুভ।

যদি পারেন কোনও গরিব, দুঃখীকে খাবার বা পোশাক দান করুন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement