How to Clean Silver Jewellery at Home

পুজোর পর ঠাকুরের গয়না পরিষ্কার রাখা যেন ঝক্কির! জৌলুস বজায় রাখুন এই ৫ ঘরোয়া উপায়ে

দোকানে না গিয়েও বাড়িতে কী ভাবে রুপোর গয়না নতুনের মতো উজ্জ্বল করে তুলবেন, রইল তারই সহজ কৌশল।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১১:০৫
Share:

প্রতীকী চিত্র।

উৎসবের জৌলুস কমলে শুরু হয় গুছিয়ে নেওয়ার পালা। কালীপুজোর প্রহর শেষ। যে রুপোর সাজে সেজে উঠেছিলেন দেবী, এখন সময় এসেছে সেই গয়নাগুলি এবং বাড়ির সব শখের রুপোর গয়না সযত্নে তুলে রাখার। কিন্তু এই বাক্স বন্দি থাকার সময়টাই সব চেয়ে ক্ষতিকর। বাতাসের আর্দ্রতা আর সালফারের সংস্পর্শে রুপোর গয়না দ্রুত কালো হয়ে যায়। দীর্ঘ এক বছর সেগুলিকে ভাল রাখার জন্যই চাই বিশেষ যত্ন। এই সময়েই যদি ঘরোয়া পদ্ধতিতে সেই কালচে ভাব দূর করা যায়, তবে পরের বারে গয়না থাকবে একদম নতুনের মতো ঝলমলে।

Advertisement

রুপোর গয়না পরিষ্কারের জন্য সব সময় পালিশের দোকানে ছুটতে হবে, এমন কোনও কথা নেই। হাতের কাছে থাকা কয়েকটি উপাদানের কেরামতিতে সেই ‘কালো রোগ’ দূর করা সম্ভব। আসুন, জেনে নেওয়া যাক সেই পাঁচটি সহজ কৌশল, যা উৎসবের পরে গয়না তুলে রাখার আগে অবশ্যই মেনে চলা উচিত।

বেকিং সোডা আর ফয়েলের ম্যাজিক

Advertisement

রূপোর কালো আবরণ দূর করার জন্য বেকিং সোডা এক অব্যর্থ উপাদান। এর সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েলের মিশ্রণে ঘটে এক চমৎকার রাসায়নিক বিক্রিয়া, যা সহজেই কালো দাগ তুলে দিতে সাহায্য করে। এক পাত্র গরম জলে এক চামচ বেকিং সোডা মেশান। তার পর তাতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গয়নাগুলি ডুবিয়ে দিন ৫ থেকে ১০ মিনিটের জন্য। এর পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেই ফিরবে তার হারানো জেল্লা।

টুথপেস্টের আলতো স্পর্শ

টুথপেস্ট যে কেবল দাঁতের জন্যই নয়, রুপোর গয়নার জন্যও উপকারী—এই তথ্য হয়তো অনেকেরই জানা। তবে মনে রাখতে হবে, কেবল সাদা টুথপেস্ট (জেল নয়) ব্যবহার করতে হবে। গয়নায় সামান্য টুথপেস্ট লাগিয়ে নরম ব্রাশ বা কাপড় দিয়ে আলতো হাতে ঘষুন। হালকা গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। এই ক্ষেত্রে সামান্য চাপও যেন না পড়ে, কারণ শক্ত ব্রাশ ব্যবহার করলে গয়নাগুলিতে আঁচড়ের দাগ পড়তে পারে।

লেবুর রস ও বেকিং সোডার যুগলবন্দী

লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড রুপোর কালচে ভাব দূর করতে অত্যন্ত কার্যকর। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করা যায়। এই পেস্টটি গয়নার ওপর লাগিয়ে ২-৩ মিনিট মতো ঘষুন। এর পর জল দিয়ে ভাল করে ধুয়ে নিলেই গয়না হবে ঝকঝকে।

ভিনিগার আর সোডার ডিপ ক্লিন

দীর্ঘ দিন ধরে জমতে থাকা কালো ছোপ দূর করতে ভিনিগারও খুব কাজে দেয়। আধ কাপ সাদা ভিনিগারের সঙ্গে দুই চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণে গয়নাগুলো ২ থেকে ৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এই সময়টাতেই ভিনিগার তার অ্যাসিডিক ক্ষমতা দিয়ে কালো আবরণ আলগা করে দেবে। এর পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

গয়না দীর্ঘ দিন ভাল রাখার গোপন মন্ত্র

গয়না পরিষ্কারের পর আসে তা সংরক্ষণের পালা। সঠিক ভাবে তুলে রাখতে না পারলে এত যত্নের পরও কিন্তু আবার কালো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

বায়ুরোধী বাক্স: গয়নাগুলো একটি এয়ার-টাইট বাক্সে রাখা সব থেকে ভাল। বাইরের বাতাস যেন কোনও ভাবেই গয়নার সংস্পর্শে না আসে, সে দিকে খেয়াল রাখুন।

আর্দ্রতা পরিহার: মনে রাখবেন, রুপোর শত্রু হল জলীয় বাষ্প। তাই স্নান বা সাঁতার কাটার সময় রুপোর গয়না পরবেন না।

নিয়মিত যত্ন: বছরে অন্তত দু-এক বার, ব্যবহার না করলেও, গয়না পরিষ্কার করে আবার তুলে রাখলে তা ভাল থাকে।

এই সহজ ঘরোয়া কৌশলগুলি কাজে লাগালেই আগামী উৎসবের দিনে আপনার দেবীর সাজ বা আপনার শখের গয়নাটি আবার নতুনের মতোই ঝলমল করে উঠবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement