Bathroom cleaning

হলদেটে কমোড হবে সাদা ও দুর্গন্ধহীন! রান্নাঘরেই লুকিয়ে এর সমাধান

সামনেই তো কালীপুজো। মেজাজ খানিক বিগড়ে গেলেও ঘর পরিষ্কারের ঝক্কি নেওয়া শুরু এখন থেকেই।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১০:৪৫
Share:
০১ ১১

সামনেই তো কালীপুজো। মেজাজ খানিক বিগড়ে গেলেও ঘর পরিষ্কারের ঝক্কি নেওয়া শুরু এখন থেকেই।

০২ ১১

তবে কেবল অন্দরসজ্জা করলেই কি হবে? আলোর বাহারে শুধু ঘর সাজালেই তো হবে না, আলোকিত করতে হবে বাড়ির শৌচাগারকেও। আলো দিয়ে নয়, শৌচাগারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে।

Advertisement
০৩ ১১

অপরিষ্কার শৌচাগার রোগের আঁতুড়ঘর।

০৪ ১১

তা ছাড়া কমোডে হলদেটে ভাব থাকলে অতিথিদের কাছেও লজ্জায় পড়তে হয়।

০৫ ১১

কিন্তু কমোডের এই জেদি হলদে দাগ তোলাও কি কম ঝক্কির? নামীদামি টয়লেট ক্লিনারও ব্যর্থ হয়ে যায় অনেক সময়ে।

০৬ ১১

আর এখানেই সমাধান লুকিয়ে বাঙালির হেঁশেলে।

০৭ ১১

নিত্যদিনের উপকরণ লবঙ্গ এবং এক কোয়া রসুনে হবে কামাল। এই দুই উপাদানের মাধ্যমেও স্নানঘর বা কমোডের নোংরা দূর করা যায়। কিন্তু কী ভাবে?

০৮ ১১

কমোড পরিষ্কারের জন্য তার মধ্যে এক কোয়া রসুন ফেলে দিন। কিন্তু তা জল দিয়ে ধুয়ে দেওয়া যাবে না। বরং ওই ভাবেই সারা রাত রেখে দিন। সঙ্গে ফেলে দিতে পারেন কয়েকটি লবঙ্গও।

০৯ ১১

কিন্তু এই দুই উপাদান স্বাস্থ্যের জন্য যতটা উপকারী, ততটাই কি কাজে আসবে শৌচাগারের আবর্জনা সাফাইয়ে? আদৌ কি কাজে আসবে এই টোটকা?

১০ ১১

রসুনের ঝাঁঝালো গন্ধ অনেকের কাছেই অস্বস্তিকর। তার মধ্যে থাকা অ্যালিসিনই এই গন্ধের কারণ। এই অ্যালিসিন ই-কোলাই, স্ট্যাফাইলোকক্কাস অরেয়াসের মতো ক্ষতিকর জীবাণু নষ্ট করার ক্ষমতা রাখে। এই জীবাণুগুলি শৌচাগার থেকে শরীরের মধ্যে নানা রোগ বহন করে আনে।

১১ ১১

শৌচাগারের কটু গন্ধ কেন হয় জানেন? বিভিন্ন প্রকার ছত্রাকের কারণে। যার মধ্যে অন্যতম হল ক্যানডিডা অ্যালবিকানস। রসুন এই ছত্রাকের বিনাশেও সহায়তা করে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement