Nail Care Tips

পুজোয় করানো নেল এক্সটেনশন খুলে ফেলেছেন? জেনে নিন নখের যত্ন এখন নিতে কী করবেন

অনেকেই এই সময় নেল এক্সটেনশন খুলে ফেলতে চান। আপনিও কি সেই দলে পড়েন? কিন্তু জানেন কি এই নকল নখ খোলার পর কী ভাবে যত্ন নেবেন?

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০৯:০৭
Share:
০১ ১০

পুজোর আগে অনেকেই নেল আর্ট করান বা নেল এক্সটেনশন করান। পুজোর পর বেড়েছে কাজের ব্যস্ততা। অনেকেই এই সময় নেল এক্সটেনশন খুলে ফেলতে চান। আপনিও কি সেই দলে পড়েন? কিন্তু জানেন কি এই নকল নখ খোলার পর কী ভাবে যত্ন নেবেন?

০২ ১০

সবার আগে, এটা অবশ্যই মাথায় রাখুন পার্লার থেকে যে নেল এক্সটেনশন করিয়ে এসেছেন সেটা ভুলেও বাড়িতে খোলার চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

Advertisement
০৩ ১০

যে পার্লার বা নেল আর্টিস্টের থেকে নেল আর্ট করিয়েছেন সেখান থেকেই খুলে আসা ভাল। তাঁদের কাছে অনেক ধরনের পদ্ধতি থাকে এই নকল নখ খোলার।

০৪ ১০

নকল নখ না হয় পার্লারে গিয়ে খুলে এলেন, তার পরের যত্ন? বাড়িতে নখের যত্ন নিতে কী করণীয় চলুন জেনে নেওয়া যাক।

০৫ ১০

নখ ছোট করে কেটে ফেলুন। একই সঙ্গে নখে কোনও নেল পলিশ লেগে থাকলে সেটা রিমুভার দিয়ে তুলে ফেলুন। এই সময় কোনও নেল পলিশ লাগাবেন না।

০৬ ১০

এই সময় আর কোনও রাসায়নিক বা অন্য উপাদান ব্যবহার করবেন না নখের যত্ন নিতে। নখ যেহেতু দুর্বল থাকে নেল এক্সটেনশন খোলার পর, সেহেতু এই সময় অতিরিক্ত যত্ন নিলে নখ সামান্য বাড়ার পরই ভেঙে যেতে পারে।

০৭ ১০

তাই নখকে স্বাভাবিক গতিতে বাড়তে দিন।

০৮ ১০

নখের চারপাশে এই সময় অলিভ অয়েল বা নারকেল তেল লাগাতে পারেন। এমনকী ব্যবহার করতে পারেন কিউটিকেল অয়েল। এতে নেল এক্সটেনশন করানোর ফলে নখের কিউটিকেলের যে ক্ষতি হয় সেটা সেরে যাবে ধীরে ধীরে।

০৯ ১০

নখ ভাল রাখতে এবং নখের যত্ন নিতে প্রোটিন সমৃদ্ধ খাবার খান।

১০ ১০

প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে নখ সহজে ভাঙে না। তাই রোজকার ডায়েটে ডিম, মাছ, শাক, সবজি অবশ্যই রাখুন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement