কালী পুজো আসছে! বাঙালির ঘরে এখন উৎসবের তোড়জোড়। চার দিকে আলো আর প্রদীপের সাজ, অথচ ঘরের কোণে উঁকি মারছে মাকড়সার জাল।
মাকড়সা, যাকে ইংরেজিতে বলে স্পাইডার, তারা নাকি পোকামাকড় নিয়ন্ত্রণে বেশ ভাল, কিন্তু উৎসবের আগে তাদের সেই 'এন্টারটেনমেন্ট' বাড়ির কর্তা বা গিন্নির চোখে একেবারেই আবেদন সৃষ্টি করে না। বরং ছাদের কোণায় জমে থাকা জাল আর এক ধরনের বোঁটকা গন্ধ যেন উৎসবের মেজাজকেই মাটি করে দেয়।
এ ক্ষেত্রে কঠিন রাসায়নিকের দিকে না গিয়ে ঘরোয়া উপায়েই কিন্তু এই আটপেয়ে শত্রুদের সঙ্গে বুদ্ধির লড়াই লড়া যেতে পারে।
মাকড়সার জাল সরাতে প্রথমে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতেই হবে। বিশেষ করে ছাদের কোণ, আসবাবের তলা বা জানালার ধার, যেখানে তাদের আস্তানা গাড়তে ২৪ ঘণ্টারও কম সময় লাগে।
অপ্রয়োজনীয় বাক্স, পুরনো খবরের কাগজ সরিয়ে ফেললে তাদের লুকোচুরি করার জায়গাও কমবে।
প্রথম উপায়ে চাই সাদা ভিনিগার আর জল। দু'টি সম পরিমাণে মিশিয়ে জানালার ধার বা অন্ধকার কোণে স্প্রে করলে ভিনিগারের অ্যাসিটিক অ্যাসিডের গন্ধ মাকড়সাকে দূরে রাখে।
দ্বিতীয়ত, সুগন্ধি পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল (১০-১৫ ফোঁটা) এক বোতল জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। মাকড়সা এই গন্ধ একদম অপছন্দ করে।
লেবু-কমলার কড়া গন্ধও তাদের সহ্য হয় না; জানালার ফ্রেমে লেবুর খোসা ঘষে দিলেও কাজ হতে পারে।
তৃতীয় উপায়টি বেশ জমকালো। এক কাপ ভিনিগারের সঙ্গে দু'-তিন কোয়া রসুন কুচি যোগ করে তৈরি করে ফেলুন দেশি মাকড়সা-প্রতিরোধক স্প্রে।
এ ছাড়া, এক কাপ জলে সাত-আটটি লবঙ্গ গুঁড়ো ও শুকনো পুদিনা পাতা গুঁড়ো মিশিয়েও প্রতিরোধক তৈরি করা যায়। মানুষের কাছে সুগন্ধ হলেও এই কড়া গন্ধের মিশ্রণ মাকড়সার জন্য চরম অস্বস্তির।
স্টোররুমে বা আলমারিতে সিডার কাঠের টুকরো রাখাও একটি বহু পুরনো ও ভাল কৌশল।
পুজোর আগে ঘর পরিষ্কারের এই যুদ্ধে মাকড়সার জাল দূর করতে দারচিনি বা নিমপাতাও অস্ত্র হতে পারে। জালে দারচিনি গুঁড়ো ছিটিয়ে দিন, কিংবা শুকনো নিমপাতা পুড়িয়ে ধোঁয়া দিলে মাকড়সা ভয়ে পালাবে।
আর ঘরের কোণে কর্পূর রাখতে ভুলবেন না, সে তো বহু দিনের জানা সহজ দাওয়াই।
কালীপুজোর আগে ঘর সাজাতে ব্যস্ত সবাই, এই ঘরোয়া কৌশলগুলি হতে পারে দীপাবলির সাফাই অভিযানের জাদুমন্ত্র। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।