Eyebrow styling ideas

আপনার মুখের গড়ন বুঝে ভ্রু তুলুন, শারদীয়ায় সৌন্দর্য হবে নজরকাড়া!

ভ্রু-এর গড়ন সঠিক হলে তা আপনার চোখ ও মুখমণ্ডলকে আরও আকর্ষণীয় করে তোলে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৯:০৫
Share:
০১ ১০

সুন্দর একজোড়া ভ্রু আপনার মুখমণ্ডলে এনে দিতে পারে অনন্য এক আবেদন। এটি আপনার চোখের আকার ও সৌন্দর্য ভাল ভাবে ফুটিয়ে তোলে। তাই ভ্রু-এর সঠিক আকার বেছে নেওয়া জরুরি, কারণ এটি আপনার মুখের গঠনকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু কোন মুখে মানাবে কেমন ভ্রু?

০২ ১০

ডিম্বাকৃতি বা ওভাল মুখ: যদি আপনার মুখের গড়ন ডিম্বাকৃতি বা ওভাল হয়, তা হলে আপনার জন্য সফ্ট আর্চ-যুক্ত ভ্রু সবচেয়ে উপযুক্ত। এই ধরনের ভ্রু মুখের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নরম আর্চযুক্ত ভ্রু মুখের দৈর্ঘ্যকে কিছুটা কম দেখায় এবং আরও বেশি আকর্ষণীয় করে তোলে।

Advertisement
০৩ ১০

গোলাকার মুখ: গোলাকার মুখের জন্য হাই আর্চ-যুক্ত ভ্রু বেছে নেওয়া উচিত। এটি মুখের গোলাকার ভাবকে কিছুটা কমিয়ে এনে মুখের দৈর্ঘ্য বাড়িয়ে তোলে। উঁচু আর্চ মুখের কোণগুলিকেও আরও স্পষ্ট করে।

০৪ ১০

লম্বা মুখ: লম্বা মুখের জন্য ফ্ল্যাট আইব্রো সবচেয়ে মানানসই। এই ধরনের ভ্রু মুখের দৈর্ঘ্যকে কিছুটা ছোট দেখাতে সাহায্য করে। এটি মুখের অনুপাতকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে। কোনও উঁচু আর্চ না থাকায় মুখ চওড়া দেখায়।

০৫ ১০

বর্গাকার মুখ: বর্গাকার মুখের বৈশিষ্ট্য হল চওড়া কপাল এবং চোয়াল। এই ধরনের মুখের জন্য সফ্ট আর্চ-যুক্ত আইব্রো বা ভ্রু বেছে নেওয়া উচিত। কিছুটা বাঁকানো এবং আর্চযুক্ত আইব্রো মুখের কঠোর রেখাগুলিকে নরম করে তোলে।

০৬ ১০

হার্ট শেপ মুখ: যদি আপনার মুখের গড়ন হার্ট শেপের হয়, তা হলে নরম বাঁকানো বা গোলাকার আইব্রো বেছে নিন। এই ধরনের আইব্রো মুখের সরু চিবুক এবং চওড়া কপালকে ভারসাম্যপূর্ণ করে তোলে। খুব বেশি উঁচু আর্চ এড়িয়ে চলুন।

০৭ ১০

ডায়মন্ড শেপ মুখ: হিরের আকারে মুখের গঠন? আপনার জন্য তবে নরম এবং সামান্য আর্চ-যুক্ত আইব্রো উপযুক্ত। এই ধরনের ভ্রু মুখের কোণগুলিকে নরম করতে সাহায্য করে এবং চোয়ালের হাড়কে কম তীক্ষ্ণ দেখায়। সামান্য বাঁকানো আইব্রো মুখের অনুপাতকে ঠিক রাখে।

০৮ ১০

ভ্রু তোলার সময়কার সতর্কতা: অতিরিক্ত প্লাক করা থেকে বিরত থাকুন। আপনার মুখের গড়ন অনুযায়ী আকার বেছে নিন। পেশাদারের কাছে ভ্রু প্লাক করানোর চেষ্টা করুন। অতিরিক্ত সরু বা মোটা করাবেন না।

০৯ ১০

সঠিক শেপ কেন জরুরি: ভ্রু-র সঠিক আকার আপনার মুখের গঠনকে আরও সুন্দর করে তোলে, চোখকে আকর্ষণীয় দেখায় এবং আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। এটি আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়।

১০ ১০

পুজোয় আকর্ষণীয় লুক: এই সহজ টিপ্‌সগুলি অনুসরণ করে পুজোর সময়ে আপনার মুখের গড়ন অনুযায়ী সঠিক আইব্রো প্লাক করুন। এটি আপনার মেকআপ লুকে এনে দেবে সম্পূর্ণতা এবং আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement