প্রতীকী চিত্র
পুজোর রকমারি ফ্যাশনের ভিড়ে ‘ডিপকাট’ অথবা ‘হল্টার নেক’ পোশাকে তাক লাগাতে কে না চায়! কিন্তু অনেক সময়ে বাধ সাধে অপরিছন্ন পিঠ। উৎসবের মরশুমে কোনও অনুষ্ঠান হোক অথবা সান্ধ্য পার্টির আমন্ত্রণ, তারকাদের মতো মসৃণ এবং পেলব খোলা পিঠ সাজের সঙ্গে এক আলাদা মাধুর্য যোগ করে। কিন্তু তার জন্য হাত, পা ও মুখের যত্নের সঙ্গে চাই পিঠের পরিচর্যাও। পুজো আসতে আরও কিছু দিন বাকি। হাতে সময় থাকতে থাকতেই মেনে চলুন বিশেষ কিছু টিপ্স। তার পরে পুজোয় ‘ব্যাকলেস’ পোশাকে হয়ে উঠুন আরও মোহময়ী।
পিঠের দাগ দূর করবেন কী ভাবে?
ত্বকের অবাঞ্ছিত দাগ ও ময়লা দূর করতে আলুর রস অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। একটি কাঁচা আলুর ছোট ছোট টুকরো কেটে সেগুলিকে পিষে রস বার করে নিন। রোজ স্নানের আগে সেটিকে কারও সাহায্যে পিঠে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
রোদের কারণে ট্যান পড়ে গেলেও পিঠ দেখতে একদম ভাল লাগে না। কালচে দাগছোপ দূর করতে নিয়মিত স্ক্রাবিং জরুরি। এর জন্য কোনও প্রসাধনীর দোকান থেকেও স্ক্রাবার কিনতে পারেন। আবার চিনি দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সহজে। এক কাপ চিনির সঙ্গে এক চা চামচ লেবুর রস আর চার থেকে পাঁচ চামচ আমন্ড তেল মিশিয়ে নিন। এ সব ছাড়াও দুধ, দই বা মধুর সাহায্যেও স্ক্রাব বানিয়ে নিয়ে কিছু ক্ষণ মালিশ করে ধুয়ে ফেলুন।
পিঠের ত্বকে মৃত কোষ দূর করার জন্য লম্বা হাতল যুক্ত ব্রাশ অথবা লুফা দিয়ে ভাল করে ঘষুন। এতে অনেকটা ফল পাবেন।
অনেক সময়ে এ সব করেও কোনও কাজ হয় না। এর জন্য প্রয়োজন নিয়মিত ওয়্যাক্সিং। ত্বকের উপরে গরম ওয়্যাক্স একটি স্তর সৃষ্টি করে। ফলে যখন স্ট্রিপ দিয়ে সেটিকে টেনে তোলা হয়, তখন কেবল অবাঞ্ছিত রোম দূর হয় না, উঠে আসে জমে থাকা ময়লা ও মৃত কোষ। প্রতি মাসে তা করলে অনেকটা তারকাদের মতোই পেলব ত্বক পাওয়া যায়।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।