Indian Coffee House Jadavpur

পুজোর আগে দুঃসংবাদ! বন্ধ হয়ে গেল যাদবপুরের কফিহাউস! কিন্তু কেন?

বন্ধ হয়ে গেল যাদবপুরের কফিহাউস। গত শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য। বন্ধ হওয়া নিয়ে যে কারণটি শোনা যাচ্ছে, তা ভারী অদ্ভুত। খোলসা করা যাক।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২২
Share:

কলকাতায় কফিহাউসগুলি বহু দিন ধরেই নানা বয়সের আড্ডার ডিপো। সে কলেজ স্ট্রিটের কফি হাউসই হোক, কী চাঁদনিচক, কী যাদবপুর।

Advertisement

তিনটি কফিহাইসেই বহু কাল ধরে আনাগোনা নানা বিখ্যাত মানুষের। ঘণ্টার পর ঘণ্টা আড্ডা। কফি পান, সাহিত্য পাঠ, রাজনৈতিক তরজা, আলোচনার জন্য কফিহাউসগুলির বোলবোলা বহু কালের। যুগের ফেরে তার রকমে নানা ফারাক এসেছে।

চাঁদনি চকের কফি হাউস তার পুরনো চেহারা সরিয়ে এখন ঝাঁ চকচকে। কলেজ স্ট্রিট হাউসে তেমন নিয়মিত যাতায়াত না থাকলে ঘণ্টার পর ঘণ্টা বসে খাবারের বা পানীয়র অর্ডার না দিয়ে শুধুই আড্ডা দেওয়া যায় না।

Advertisement

প্রবেশ দ্বারে।

ষাটের দশকের মাঝামাঝি তৈরি হওয়া এই কফিহাউস শুধু দক্ষিণ কলকাতাবাসী নয়, কলকাতার অন্যান্য অঞ্চলের মানুষদেরও আড্ডা দেওয়ার নিশ্চিন্ত ঠিকানা ছিল।

কিন্তু বন্ধ হল কেন এই প্রাচীন আড্ডাস্থল? শোনা যাচ্ছে, এক শ্রেণির গ্রাহকদের সঙ্গে তর্কাতর্কি, বচসা ইত্যাদিই তার কারণ। এরা নিয়মিত টেবিল জোড়া রেখে নাকি অফিসের কাজকম্ম করেন। নিজের সঙ্গের জিনিসপত্র পাশের চেয়ারে রেখে সঙ্গীর ‘জায়গা’ রাখেন। তাতে অন্যদের অসুবিধে হয়। ব্যবসায়িক ক্ষতি হয় তাঁদেরও। কিছু দিন আগে এমনই একজনের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ বাধে। এর জেরে তাঁরা ঠিক করেছেন, আপাতত কফিহাউস তারা কিছু দিনের জন্য বন্ধ রাখবেন। ‘দোষিদের’ ক্ষমা চাওয়ার দাবিও তুলছেন তারা। তাঁরা জনিয়েছেন, ‘এমন চলতে থাকলে কফি হাউসের পরিবেশ নষ্ট হয়ে যাবে। কিছু লোকের জন্য অধিকাংশ লোকজন ক্ষতিগ্রস্থ হন, তারা চান না।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন