How to Clean Silver jewlery at Home

রুপোর গয়না কালচে হয়ে গিয়েছে? পুজোর আগে ঝকঝকে করার ঘরোয়া উপায়

পুজোর আগে রুপোর গয়না বার করে দেখলেন, কালচে হয়ে গিয়েছে। চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ ঘরোয়া উপায়েই অল্প সময়ে ওই গয়নাকে আবার ঝকঝকে করে তোলা যায়।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৭
Share:

প্রতীকী চিত্র

পুজোর আগে অনেকেই আলমারি থেকে পুরনো রুপোর গয়না বার করে পরার পরিকল্পনা করেন। কিন্তু দীর্ঘদিন ব্যবহৃত না হলে বা নিয়মিত যত্ন না নিলে রুপোর গয়না সহজেই কালচে হয়ে যায়। তার ঝকঝকে সৌন্দর্য ম্লান হয়ে পড়ে। চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ ঘরোয়া উপায়ে অল্প সময়ে এই কালচে দাগ তুলে আবার গয়নাকে আগের মতো উজ্জ্বল করে তোলা সম্ভব।

Advertisement

রুপোর গয়না পরিষ্কার করার উপায়:

১.বেকিং সোডা ও গরম জল: একটি বাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে নিন। তার উপরে গয়না রাখুন। আধ চামচ বেকিং সোডা ও নুন ছড়িয়ে গরম জল ঢেলে দিন। কয়েক মিনিট রেখে ঘষে ধুয়ে ফেলুন।

Advertisement

২.টুথপেস্ট: সামান্য টুথপেস্ট নরম কাপড়ে লাগিয়ে হালকা করে গয়না ঘষুন। তার পরে পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে নিন।

৩.লেবু ও নুন: একটি লেবুর রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন। নরম ব্রাশ বা কাপড় দিয়ে গয়নার কালো অংশ ঘষুন। পরে জল দিয়ে ধুয়ে নিন।

৪.সাবান জল: হালকা গরম জলে সাবান মিশিয়ে নিন। তাতে গয়না ডুবিয়ে রেখে নরম ব্রাশ দিয়ে আলতো করে পরিষ্কার করুন।

বাড়তি টিপস:

পরিষ্কার করার পরে অবশ্যই নরম শুকনো কাপড়ে মুছে নিতে হবে।

গয়না শুকনো অবস্থায় এয়ারটাইট বক্স বা জিপলক পাউচে রাখুন।

ঘাম বা সুগন্ধী লাগলে সঙ্গে সঙ্গেই মুছে নিন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement