DIY Multani Mitti Face Pack

পুজোর ‘মুখে’ ব্রণ, দাগ নিয়ে হয়রানি? মুলতানি মাটির প্রলেপেই দূর হবে তেল-ময়লা

পুজোর আগে হাতে সময় নিয়ে মুলতানি মাটির ‘ফেস প্যাক’ ব্যবহার করুন। সুফল মিলতে বাধ্য।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৪
Share:

প্রতীকী চিত্র

মুখ তৈলাক্ত হোক বা শুষ্ক, অতিরিক্ত কোনও কিছুই ভাল নয়। সামনেই পুজো। রোদে-গরমে পুড়ে সারা দিন ঘুরে ঘুরে ঠাকুর দেখতে গিয়ে ত্বকের বারোটা বাজার জোগাড়! তখন ঘন ঘন ওয়েট টিস্যুর ব্যবহারও এর থেকে নিস্তার দিতে ব্যর্থ। তবে উপায় কী?

Advertisement

রূপচর্চায় মুলতানি মাটির মাহাত্ম্য আজকের নয়। ত্বকের মৃত কোষ দূর করে স্বাভাবিক জেল্লা ও সতেজতা ফেরাতে এর জুড়ি মেলা ভার। পুজোর আগে হাতে সময় নিয়ে মুলতানি মাটির ‘ফেস প্যাক’ ব্যবহার করুন। সুফল মিলতে বাধ্য।

মুলতানি মাটির সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। গোলাপ জলের বদলে মেশাতে পারেন সামান্য দুধও। মুখে ভাল করে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করুন। তার পরে শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এটি খুব উপকারী।

Advertisement

মুলতানি মাটির প্যাক মুখের স্বাভাবিক উজ্জ্বলতা বৃদ্ধি করে। এর নিয়মিত ব্যবহারে মুখ থেকে ব্রণ ও বলিরেখা দূর হয়।

শুধু তাই নয়, ব্রণ ফাটালে সেই জায়গায় অনেক সময়ে কালো দাগ থেকেই যায়। মুলতানি মাটির সঙ্গে নিম পাতা বাটার একটি পেস্ট মুখে লাগাতে পারেন। এতে ওই কালো দাগ সহজে দূর হয়।

জানেন কি, স্ক্রাবার হিসেবেও মুলতানি মাটির ভূমিকা অপরিসীম। এর জন্য চাই অ্যালোভেরা জেল। দু’টিকে মিশিয়ে আলতো হাতে মুখে মালিশ করুন। প্রতি সপ্তাহেই দু’বার করে তা করলে সুফল পাবেন। এটি ব্ল্যাক হেড্‌স ও হোয়াইট হেড্‌স দূর করতেও কার্যকরী।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement