Durga Puja Safety Tips

ওত পেতে আছে দুষ্টু লোকেরা! সতর্ক না হলেই মাটি হবে পুজোর আনন্দ

পুজোর ভিড়ে অনেক সময়েই অপরাধের শিকার হন সাধারণ দর্শনার্থীরা। তবে, সচেতন থাকলে এই ধরনের অনভিপ্রেত ঘটনা এড়ানো সম্ভব।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৫
Share:
০১ ১১

পুজো মানেই আনন্দ, কেনাকাটা, খাওয়া-দাওয়া আর বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা। কিন্তু এই আনন্দের মরশুমে একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে বড় বিপদ। সাইবার প্রতারণা, পকেটমারি বা মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার ঘটনা উৎসবের দিনগুলোয় প্রায়ই ঘটে থাকে। এই ধরনের সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পুজোর সময়ে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

০২ ১১

ভিড়ে সচেতন থাকুন: পুজো মণ্ডপ বা শপিং মলে ভিড় থাকবেই। এই ভিড়ের মধ্যে পকেটমারদের থেকে সাবধান। পার্স বা ওয়ালেট প্যান্টের পিছনের পকেটে না রেখে সামনের পকেটে রাখুন। হাতে পার্স থাকলে তা বুকের কাছে রাখুন, যাতে তা আপনার নজরে থাকে।

Advertisement
০৩ ১১

ব্যাগে রাখুন মূল্যবান জিনিস: মোবাইল ফোন, ক্যামেরা বা ল্যাপটপ নিয়ে বেরোলে তা সুরক্ষিত ব্যাগে রাখুন। ব্যাগের চেন ভাল ভাবে বন্ধ করুন। সম্ভব হলে কাঁধের ব্যাগ সামনে রাখুন।

০৪ ১১

অনলাইন পেমেন্টে সতর্কতা: রেস্তরাঁ বা দোকানে অনলাইনে টাকা মেটানোর সময়ে কোনও পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করবেন না। নিজের ব্যক্তিগত মোবাইল ডেটা ব্যবহার করুন। পেমেন্টের সময়ে নিশ্চিত করুন যে ওয়েবসাইটটি নিরাপদ।

০৫ ১১

ভুয়ো অফার এড়ান: সোশ্যাল মিডিয়ায় বা ইমেলে আসা লোভনীয় অফারগুলি যাচাই না করে ক্লিক করবেন না। অনেক সময়ে এ সব অফার দিয়ে আপনার ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা হয়।

০৬ ১১

এটিএম ব্যবহারে সাবধান: এটিএম থেকে টাকা তোলার সময়ে আশপাশের পরিবেশ ভাল ভাবে খেয়াল রাখুন। এটিএম মেশিনে কোনও বাড়তি ডিভাইস লাগানো আছে কি না, দেখে নিন।

০৭ ১১

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন: কোনও অপরিচিত ব্যক্তি বা কল সেন্টারের নামে ফোন করে কেউ যদি আপনার ডেবিট কার্ডের পিন বা ওটিপি চায়, তা হলে কোনও অবস্থাতেই তা জানাবেন না। ব্যাঙ্ক কখনও আপনার কাছ থেকে এই ধরনের তথ্য চায় না।

০৮ ১১

মোবাইলের সুরক্ষায় নজর: মোবাইল ফোন নিয়ে ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করার সময়ে তা আপনার হাতের নাগালের মধ্যে রাখুন। ফোনে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করুন। যাতে ফোন চুরি হলেও আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

০৯ ১১

কার্ডের ব্যবহার: ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারের সময়ে আপনার চোখের সামনেই পেমেন্ট করুন। কার্ডের পিন দেওয়ার সময়ে ভাল ভাবে ঢেকে রাখুন। যাতে কেউ দেখতে না পায়।

১০ ১১

আপৎকালীন যোগাযোগ: আপনার মোবাইলে কিছু জরুরি নম্বর সেভ করে রাখুন। কোনও বিপদের সম্মুখীন হলে যাতে দ্রুত পুলিশ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

১১ ১১

অপরিচিতের সঙ্গে আলাপ নয়: পুজোয় অনেকে নতুন মানুষের সঙ্গে পরিচিত হন। তবে, তাঁদের সঙ্গে ব্যক্তিগত তথ্য বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করার আগে সতর্ক থাকুন। অপরিচিতদের উপরে সহজেই ভরসা করবেন না। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement