Vastu Tips for home during Durga Puja

উপচে পড়বে দেবী দুর্গার কৃপা, পুজোর সময়ে বাস্তুর কোন রীতি মানলেই সংসারে আসবে সমৃদ্ধি?

বাস্তু মতে কিছু নিয়ম মেনে চললে শারদ-পার্বণেই বাড়িতে ঘটতে পারে শুভশক্তির আগমন। কী কী করলে সংসারে আসবে সমৃদ্ধি? জেনে নিন এখনই।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১১:১৩
Share:

প্রতীকী চিত্র

উৎসবের আগে ঘরদোর সাফ করা বহু দিনের রীতি। এই সময়ে অপ্রয়োজনীয়, অপরিষ্কার কাপড় ও অন্যান্য বাতিল জিনিসপত্র ফেলে দিয়ে যদি ঘর গুছিয়ে রাখা যায়, তা হলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

Advertisement

বাস্তু অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ রাখলে তা বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আনে। তুলসী গাছ শরীর-স্বাস্থ্য সুস্থ রাখতে সহায়তা করে।

পুজোর সময়ে বাড়িতে সমৃদ্ধি আনতে বাস্তু মতে কিছু টিপ্‌স মেনে চলা যেতে পারে। প্রধানত, বাড়ির মূল দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেখানে স্বস্তিক ও আম্রপল্লবের তোরণ গড়া শুভ। এ ছাড়াও, ঠাকুর ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।

Advertisement

পুজোর সময়ে শুধুমাত্র রুপো ও তামার পাত্র ব্যবহার করা ভাল। বাস্তুমতে, দুর্গাপূজার সময়ে লোহা বা স্টিলের পাত্র ব্যবহার নিষিদ্ধ।

বাস্তু অনুযায়ী, চন্দন কাঠের তৈরি টেবিলে মঙ্গলঘট রাখাই আদর্শ এবং অখণ্ড প্রদীপ শুধুমাত্র বাড়ির দক্ষিণ-পূর্ব কোণেই রাখা উচিত।

নিজের বাড়িতে সকলেই চান সুখ, শান্তি, সমৃদ্ধি। বাস্তুমত মেনে চলা সেখানে উপকারী হয়ে উঠতেই পারে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement