প্রতীকী চিত্র
উৎসবের আগে ঘরদোর সাফ করা বহু দিনের রীতি। এই সময়ে অপ্রয়োজনীয়, অপরিষ্কার কাপড় ও অন্যান্য বাতিল জিনিসপত্র ফেলে দিয়ে যদি ঘর গুছিয়ে রাখা যায়, তা হলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।
বাস্তু অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ রাখলে তা বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আনে। তুলসী গাছ শরীর-স্বাস্থ্য সুস্থ রাখতে সহায়তা করে।
পুজোর সময়ে বাড়িতে সমৃদ্ধি আনতে বাস্তু মতে কিছু টিপ্স মেনে চলা যেতে পারে। প্রধানত, বাড়ির মূল দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেখানে স্বস্তিক ও আম্রপল্লবের তোরণ গড়া শুভ। এ ছাড়াও, ঠাকুর ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
পুজোর সময়ে শুধুমাত্র রুপো ও তামার পাত্র ব্যবহার করা ভাল। বাস্তুমতে, দুর্গাপূজার সময়ে লোহা বা স্টিলের পাত্র ব্যবহার নিষিদ্ধ।
বাস্তু অনুযায়ী, চন্দন কাঠের তৈরি টেবিলে মঙ্গলঘট রাখাই আদর্শ এবং অখণ্ড প্রদীপ শুধুমাত্র বাড়ির দক্ষিণ-পূর্ব কোণেই রাখা উচিত।
নিজের বাড়িতে সকলেই চান সুখ, শান্তি, সমৃদ্ধি। বাস্তুমত মেনে চলা সেখানে উপকারী হয়ে উঠতেই পারে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।