Furniture Cleaning Mistakes

পুজোর আগে আসবাব পরিষ্কারে কোন ভুলগুলি একেবারেই করবেন না?

পুজোর আগে বাড়ির আসবাব পরিষ্কার করতে গিয়ে কিছু ভুল একেবারেই করা উচিত নয়। এগুলো মাথায় রাখলে আসবাবও টিকবে আর ঘরও সুন্দর দেখাবে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৫
Share:

প্রতীকী চিত্র

পুজোর আগে ঘরদোর ঝকঝকে করে সাজানোর পর্বে আসবাব পরিষ্কার করা খুব জরুরি কাজ। তবে অনেক সময়ে তাড়াহুড়ো বা ভুল পদ্ধতিতে পরিষ্কার করতে গিয়ে আসবাবের ক্ষতি হয়ে যায়। তাই আসবাব পরিষ্কার করার সময়ে কিছু সাধারণ ভুল একেবারেই করা উচিত নয়। এগুলো মাথায় রাখলে ঘর যেমন সুন্দর থাকবে, তেমনই আসবাবও টিকবে দীর্ঘদিন।

Advertisement

যে ভুল গুলো করা উচিত নয়:

১. কড়া রাসায়নিক ব্যবহার করা: কাঠ, কাচ বা ধাতব আসবাবে কড়া কেমিক্যাল বা ব্লিচ ব্যবহার করবেন না। এতে রং ফিকে হয়ে যায় বা দাগ পড়ে যায়।

Advertisement

২. ভেজা কাপড় দিয়ে ঘষা: কাঠের আসবাব একেবারে ভেজা কাপড় দিয়ে মুছবেন না। এতে কাঠ ফুলে যায় বা নষ্ট হতে পারে। হালকা ভেজা, ভাল করে নিংড়ানো কাপড় ব্যবহার করুন।

৩. অতিরিক্ত রোদে শুকোতে দেওয়া: কাঠ বা চামড়ার আসবাব রোদে রাখবেন না। এতে রং ফিকে হয়ে যায় ও ফাটল ধরতে পারে।

৪. একই জিনিসে সব আসবাব মোছা: কাঠ, কাচ, স্টিল, চামড়া প্রতিটি আসবাবের যত্নের নিয়ম আলাদা। এক জিনিসে সব মুছবেন না।

৫. ঝাড়পোঁছ না করে সরাসরি জল দেওয়া: ধুলো না ঝেড়ে যদি সরাসরি জল দেন, তা হলে কাদা জমে আসবাবের গায়ে দাগ বসে যায়।

৬. বৈদ্যুতিক সরঞ্জাম চালু রেখে পরিষ্কার করা: ল্যাম্প, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন বা টিভি পরিষ্কার করার সময়ে সুইচ অফ না করে পরিষ্কার করবেন না।

৭. তাড়াহুড়ো করে পরিষ্কার করা: শেষ মুহূর্তে তাড়াহুড়ো করলে আসবাবে খোঁচা, দাগ লাগা বা ভাঙার আশঙ্কা থাকে।

পুজোর আগে ঘর সাজাতে আসবাব পরিষ্কার করা অন্যতম প্রধান কাজ। তবে ভুল ভাবে পরিষ্কার করলে উল্টে আসবাবের ক্ষতি হতে পারে। তাই সাধারণ এই ভুলগুলি এড়িয়ে চলা জরুরি।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement