KKR Bama Kali Dance Post

ধর্মীয় ঐতিহ্যে মজে কেকেআর, শান্তিপুরের বামা কালীর নাচের ভাইরাল ভিডিয়োয় মুগ্ধ নেটপাড়া

কেন নেচে ওঠেন বামা কালী, তার নেপথ্যেও রয়েছে এক কাহিনি তথা লোকবিশ্বাস!

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৬:৫১
Share:

প্রতীকী চিত্র।

নদিয়া জেলার শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর বিসর্জন শোভাযাত্রার এক অপূর্ব দৃশ্য সম্প্রতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিশেষ মুহূর্তটিকে এ বার তুলে ধরেছে আইপিএল-এর জনপ্রিয় দল এবং শাহরুখ খানের ক্রিকেট টিম — কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কেকেআর-এর অফিসিয়াল পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করার পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। জাতি-ধর্ম নির্বিশেষে নেটিজেনরা বাংলার এই লোক-ঐতিহ্যের উচ্ছ্বসিত প্রশংসা করছেন।

Advertisement

কেকেআর-এর পোস্টে ঐশ্বরিক পরিবেশের প্রশংসা:

শান্তিপুরের মালোপাড়ায় অনুষ্ঠিত বামাকালী মায়ের পুজো এবং তাঁর বিসর্জনের শোভাযাত্রা প্রতি বছরই অসংখ্য ভক্তের ভিড় টানে। বিশালাকার এলোকেশী প্রতিমা কাঁধে তুলে যে ভাবে ভক্তদের ভিড়ে নাচানো হয়, তা এক দেখার মতো দৃশ্য! বিগত প্রায় ৫৬ বছর ধরে এই প্রথা চলে আসছে।

Advertisement

কলকাতা নাইট রাইডার্স সেই নৃত্যরতা বামা কালীর ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, "জয় বামাকালী, ঐশ্বরিক পরিবেশ"! একটি ক্রীড়া দলের পক্ষ থেকে এমন ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসবের ভিডিয়ো শেয়ার করাকে নেটিজেনরা অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছেন। মন্তব্য বিভাগে অজস্র মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে কেকেআর-এর এই আচরণের প্রশংসা করেছেন এবং বাংলায় এই উৎসবের গুরুত্ব তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি এখন বিপুলভাবে ভাইরাল।

নেপথ্যে লোকবিশ্বাস: কেন নেচে ওঠেন বামাকালী?

বামা কালীর নাচের দৃশ্যের নেপথ্যে একটি চমকপ্রদ লোককাহিনি বা মিথ প্রচলিত রয়েছে। কথিত আছে, মা বামা কালী নাকি স্বপ্নে তাঁর ভক্তদের জানিয়েছিলেন যে শান্তিপুরের আরও দুই প্রাচীন কালী - অর্থাৎ - দেবী সিদ্ধেশ্বরী এবং দেবী চাঁদুনী তাঁর খুব প্রিয় বন্ধু।

নাচের কারণ: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যখন বিসর্জনের আগে মা বামা কালীকে বিশাল শোভাযাত্রা করে শহর প্রদক্ষিণ করানো হয়, তখন তাঁর দুই বন্ধুর (সিদ্ধেশ্বরী এবং চাঁদুনীর) সঙ্গে দেখা হয়। আর, দুই বন্ধুর সঙ্গে দেখা হতেই আনন্দে নেচে ওঠেন মা বামা কালী। এই লোকবিশ্বাস থেকেই বিসর্জনের আগে মালোপাড়ার কাছে প্রতিমার গয়না খুলে রেখে ভক্তদের মাঝে এই নৃত্যের প্রথা চলে আসছে।

কেকেআর-এর এই পোস্ট শুধুমাত্র একটি ভিডিয়ো শেয়ার নয়, এটি বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি সারা দেশের মানুষের মনোযোগও আকর্ষণ করেছে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement