হিন্দু পরিবারের বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ ব্রত ‘করবা চৌথ’।
এই বিশেষ দিনেই চন্দ্রদেবতার কাছে স্বামী মঙ্গলের জন্য প্রার্থনা করে থাকেন স্ত্রীরা।
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালিত হয়।
তবে চলতি বছর এই তিথি নিয়েই রয়েছে বড়সড় বিভ্রান্তি।
কেউ বলছেন, এই বছর করবা চৌথ পড়েছে ৯ অক্টোবর।
আবার কারও কারও মতে, এই ব্রত পালনের সঠিত তারিখ ১০ অক্টোবর।
তবে পঞ্জিকা ও জ্যোতিষ শাস্ত্রের গণনা বলছে, কোনওটিই ভুল নয়।
যদিও করবা চৌথের সময় স্থানভেদে বদলে যায়। পঞ্জিকা অনুযায়ী ৯ অক্টোবর রাত ১০ বেজে ৫৪ মিনিটে শুরু হচ্ছে কার্তিক মাসের এই কৃষ্ণ চতুর্থী তিথি।
তা শেষ হচ্ছে ১০ অক্টোবর সন্ধে সাতটা বেজে ৩৮ মিনিটে।
উদয়া তিথিকে বিবেচনা করে আগামী ১০ অক্টোবর করবা চৌথ পালিত হবে।
কলকাতায়, পুজোর শুভ মুহূর্ত ১০ অক্টোবর, সন্ধ্যা পাঁচটা বেজে ১৬ মিনিট থেকে ছ’টা সাতটা বেজে ২৯ মিনিট।
১০ তারিখ চন্দ্রোদয়ের সময় রাত সাতটা বেজে ৪২ মিনিট।
উপবাস রাখা যাবে প্রায় ১৪ ঘণ্টা। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)