Durga Puja 2025 love horoscope

একাই কাটছে জীবন? চেষ্টা চালান, এই রাশির জাতক হলে এ বার পুজোয় আপনারও খুলে যাবে প্রেমভাগ্য

ভয় পাচ্ছেন, যদি প্রেম ভেঙে যায়? জ্যোতিষশাস্ত্র বলছে এমন কিছু রাশির কথা, যাঁদের প্রেম সারা বছরই জমে ক্ষীর!

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৮:৫৪
Share:

প্রতীকী চিত্র

দুর্গাপুজো আর প্রেম, দু’য়ের জুটি যেন বরাবরের মতো জমজমাট। সে প্রেম পুরনো হোক বা নতুন, পুজোর কয়েকটা দিন সব কিছুকে ঘিরেই যেন অন্য অনুভূতি। ভয় পাচ্ছেন, যদি প্রেম ভেঙে যায়? জ্যোতিষশাস্ত্র বলছে এমন কিছু রাশির কথা, যাঁদের প্রেম সারা বছরই জমে ক্ষীর!

Advertisement

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকারা স্বভাবগত ভাবে খুব রোমান্টিক হয়ে থাকেন। কারণ তাঁরা শুক্র গ্রহ দ্বারা শাসিত। যাকে ভালবাসা এবং সৌন্দর্যের গ্রহও বলা হয়। সঙ্গীর প্রতি গভীর অনুভূতি এবং সম্পর্কের প্রতি গুরুত্ব ভালবাসাকে আরও গাঢ় করে তোলে। সাধারণত এই রাশির মানুষেরা গভীর এবং অর্থপূর্ণ সম্পর্কেই বিশ্বাসী হন।

Advertisement

মীন রাশি

এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সংবেদনশীল এবং নিজেদের সঙ্গীর আবেগ এবং অনুভূতির প্রতিও সহানুভূতিশীল হন। জ্যোতিষশাস্ত্রের মতে, মীন রাশির মানুষেরা প্রেমের দিক থেকে খুবই ভাগ্যবান হন।

বৃষ রাশি

বলাই হয়, বৃষ এবং কর্কট, এই দুই রাশির মধ্যে আকর্ষণ খুবই বেশি। শারীরিক এবং মানসিক, দুই ক্ষেত্রেই এরা একে অপরের প্রতি আকৃষ্ট। এই রাশির মানুষেরা সাধারণত সম্পর্কে নিরাপত্তা এবং স্থিতিশীলতা খোঁজেন। এমন এক জন সঙ্গী চান, যে বিশ্বাসযোগ্য হবে। বৃষ রাশিরও গ্রহ হল শুক্র। এক বার সম্পর্কে জড়ালে, এই রাশির মানুষেরা অত্যন্ত অনুগত এবং যত্নবান হয়ে পড়েন।

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকারা খুবই যত্নবান হয়ে থাকেন। তাঁদের এই স্বভাবই তাঁদের করে তোলে সকলের চেয়ে আলাদা। এঁরা খুবই সংবেদনশীল এবং আবেগপ্রবণ এবং আশা করেন, তাঁদের সঙ্গীও ঠিক এমনই স্বভাবের হবেন।

সিংহ রাশি

ধনু রাশির মানুষকে সঙ্গী হিসেবে পেলে জীবন ধন্য! এই দুই রাশির যুগলবন্দি চিরকালই দারুণ। ভালবাসার ক্ষেত্রে সিংহ রাশির মানুষেরা খুবই আবেগপ্রবণ। নিজেদের সঙ্গীর প্রতিও এই গভীর অনুভূতি ব্যক্ত করতে তাঁদের কোনও দ্বিধা নেই। এই রাশির জাতক-জাতিকারা সঙ্গীর প্রতি খুবই অনুভূতিপ্রবণ এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement