Viral Video

টেডি বেয়ার নিয়ে লুটোপুটি! পছন্দের খেলনা পেয়ে জড়িয়ে শুয়ে পড়ল স্থূলকায় জাগুয়ার, মজার ভিডিয়ো ভাইরাল

হালকা গোলাপি রঙের একটি টেডি বেয়ার রাখা ছিল বাগানের মধ্যে। তা দেখে আর ধৈর্য ধরে রাখতে পারেনি জাগুয়ারটি। একছুটে বাগানে চলে যায় সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাগানে পড়ে রয়েছে প্রিয় খেলনা। তা দেখেই সে দিকে ছুট লাগাল মস্ত বড় এক জাগুয়ার। টেডি বেয়ারটি জড়িয়ে ধরে শুয়েই পড়ল সে। হিংস্রতার লেশমাত্র নেই তার মধ্যে। শিশুদের মতো খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে জাগুয়ারটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি স্থূলকায় জাগুয়ার দৌড়ে বাগানের দিকে যাচ্ছে। কোনও শিকার ধরার উদ্দেশ্যে নয়। বাগানের উপর পড়ে রয়েছে তার প্রিয় খেলনা। তা দেখেই উত্তেজিত হয়ে পড়েছে সে।

হালকা গোলাপি রঙের একটি টেডি বেয়ার রাখা ছিল বাগানের মধ্যে। তা দেখে আর ধৈর্য ধরে রাখতে পারেনি জাগুয়ারটি। একছুটে বাগানে চলে যায় সে। তার পর টেডি বেয়ারের সামনে গড়িয়ে পড়ে। চার পা দিয়ে জড়িয়ে টেডি বেয়ারটিকে পাক খাওয়াতে শুরু করে জাগুয়ারটি। তার পর খেলাধুলা করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। বিরতির পর আবার টেডি বেয়ার নিয়ে খেলা চালু হয়ে যায় তার। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, জাগুয়ারটি পোষ্য। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘খেলাধুলা করতে পেরে খুব খুশি তো!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement