দেবী দুর্গা যেমন এক দিকে শক্তির প্রতিমূর্তি, অসুরদলনী, তেমনই আরেক দিকে তিনি শান্তিরূপিনী, অভয়দায়িনী। তাই অনেকেই নিজের কন্যা সন্তানের নাম দেবী দুর্গার নামে নাম মিলিয়েই রাখতে চান।
পুজোর আগে বা পরে সন্তান আসার কথা? মেয়ে হলে দেবীর নামে নাম মিলিয়ে নামকরণ করার কথা ভাবছেন? তাহলে জেনে নিন কী কী অপশন হতে পারে।
আর্যাও দেবী দুর্গার আরেক নাম যার অর্থ দেবীর দয়াময়ী রূপ।
কণ্যকা নামটির অর্থ তরুণী দেবী। এটিও দেবী দুর্গার আরেক নাম।
মেয়ের নাম অনিকাও রাখতে পারেন। এই নামের অর্থ যে রূপ দেবীর সৌন্দর্য ও বুদ্ধিকে ফুটিয়ে তোলে।
ভার্গবী নামটির অর্থ দেবী দুর্গার সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় রূপ।
দেবেশী বা দেবশী নামের অর্থ যে সব দেবতাদের প্রধান। এটিও দেবীর এক নাম।
মেয়ে হলে তার নাম হিমানী রাখতে পারেন যার অর্থ হিমবাহের মতো সুন্দর যে দেবী।
দেবী দুর্গার প্রবল সাহসকে বলা হয় পুরালা। মেয়ের নাম এই নামেও রাখতে পারেন। (এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।)