Kolkata Durga Theme Puja

‘এ বার আবার বড়’! ২০১৫ সালের স্মৃতি ফিরল ফের দেশপ্রিয় পার্কের হাত ধরে, নিরাপত্তা কতটা কঠোর?

এই বছর থিমের নামই হল ‘এ বার আবার বড়’!

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২
Share:

প্রতীকী চিত্র

২০১৫ সালে সব চেয়ে বড় দুর্গার সাক্ষী থেকে ছিল গোটা কলকাতাবাসী। সব চেয়ে বড় প্রতিমা গড়ে এই চমক দিয়েছিল দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব কমিটি। স্বাভাবিক ভাবেই এই পুজো চাক্ষুষ করতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে জড় হয়েছিল মণ্ডপ চত্বরে। যদিও তা খুব বেশি ফলপ্রসূ হয়নি বললেই চলে।

Advertisement

পদপিষ্ট হয়ে দুর্ঘটনার কথা আজও শহরবাসীর স্মৃতিতে অমলিন। বন্ধ হয়ে যায় মণ্ডপের ঝাঁপ। এই ঘটনার পর কেটে গিয়েছে এক দশক। চলতি বছর ৮৮তম বর্ষে পদার্পণ করল এই দুর্গোৎসব। ২০২৫-এ দাঁড়িয়ে কি ২০১৫ সালের স্মৃতিই ফের ফিরতে চলেছে দেশপ্রিয় পার্কে?

সেই ইঙ্গিতই মিলছে, তার কারণ এই বছর থিমের নামই হল ‘এ বার আবার বড়’! তবে চমক অপেক্ষা করছে অন্য জায়গায়। দশ বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মাথায় রেখে এই বছর প্রতিমাকে উচ্চতায় বড় করা হয়নি। বরং শিল্পীরা নিপুণ ভাবে সামলেছেন প্রতিমার রূপসজ্জা এবং মণ্ডপসজ্জাকেই। আদ্যোপান্ত সাবেকিয়ানা এবং একই সঙ্গে থিমের মোড়কে দেবী প্রতিমাসজ্জার দায়িত্বে রয়েছেন প্রখ্যাত শিল্পী পরিমল পাল।

Advertisement

প্রতিমার উচ্চতার দৈর্ঘ্য এই বছর ৮৫ ফুট বলেই জানা গিয়েছে।

এখন প্রশ্ন হল, পূর্বের দুর্ঘটনার কথা ভেবে কতটা কঠোর হয়েছে এই বছরের নিরাপত্তা? জানা গিয়েছে, মণ্ডপ চত্বরের চতুর্দিকে থাকবে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। প্রতি দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম, সব কিছুর উপরেই কড়া নজরদারি থাকবে পুলিশের।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement