দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সারা শহর জুড়ে আনন্দের ঢেউ বইতে শুরু করেছে ইতিমধ্যেই।
সেই ঢেউয়ে গা ভাসিয়ে উত্তরের জনপ্রিয় পুজো আহিরীটোলা সর্বজনীন এ বছর পা রাখছে ৮৬তম বর্ষে। তাদের থিম ‘প্রবাহ’।
সভ্যতার রহস্য, প্রকৃতির খেলা, মানুষের সুখ-দুঃখের অস্থায়িত্ব— সব মিলিয়ে গল্প বলবে মণ্ডপের অন্দরসজ্জা।
“যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, তখন থেকে আজ অবধি যত পরিবর্তন এসেছে, সেই সব কিছুর প্রতিফলনই আমাদের কাজের মধ্যে ধরা থাকবে,” বললেন সহকারী শিল্পী সৃষ্টি।
পুরাণ, লোকবিশ্বাস, বিজ্ঞান আর দর্শন— সব মিশে তৈরি হচ্ছে শিল্পীর কল্পনা।
মণ্ডপ সাজাতে ব্যবহার হচ্ছে লোহা, টিনের শিট আর প্লাইউড।
শিল্পী অনির্বাণ দাসের মতে, “জীব হোক বা জড়— সবার মাঝেই ঈশ্বর আছেন।”
প্রতিমা, আলো-আঁধারি আর শিল্পীদের নিখুঁত হাতে ফুটে উঠবে এই দার্শনিক ভাবনা। থাকছে লাইভ পারফরম্যান্সও।
প্রস্তুতির ব্যস্ততায় এখন মণ্ডপভর্তি কারিগর আর শিল্পী।
যন্ত্র, মন্ত্র, তন্ত্র— তিনটিকেই এক সুতোয় গেঁথে তুলছে আহিরীটোলা সর্বজনীনের মণ্ডপ। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।