এ বার পুজোয় আপনিও সত্যান্বেষণের অভিযানে সামিল হতে পারেন! সেই সুযোগ করে দিচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ পুজো কমিটি কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট পুজো কমিটির যুগ্ম সম্পাদক সায়ন্তন কাঞ্জিলাল দিলেন সেই অভিযানে যুক্ত হওয়ার সুলুকসন্ধান!
সায়ন্তন জানিয়েছেন, এ বার তাঁদের পুজো ৪০ বছরে পড়ছে।
এই ৪০তম বর্ষের আয়োজনে দমদম পার্ক তরুণ সংঘের দুর্গাপুজোর থিম 'সত্যান্বেষী'!
কীর্তিমান সাহিত্য়িক শরদিন্দু বন্দ্যোপাধ্য়ায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ বক্সীকে নিয়েই সমগ্র পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে।
এই কাজের জন্য ব্যোমকেশের মোট ১৩টি গল্প বেছে নেওয়া হয়েছে।
এই অনবদ্য থিম ভাবনায় পুজো মণ্ডপ সাজিয়ে তুলছেন শিল্পী অনির্বাণ দাস।
পুজো মণ্ডপ এমন ভাবে সাজানো হচ্ছে, যা দেখলে মনে হবে, দর্শনার্থী বুঝি আর বাস্তব জগতে নেই, পৌঁছে গিয়েছেন কমিক্সের দুনিয়ায়!
এই কমিক্স প্ল্যাটারের নায়ক বাঙালি হৃদয়ের অবিসংবাদিত হিরো - ব্যোমকেশ বক্সী।
পুজো মণ্ডপের প্রায় ৮০ শতাংশ কাজই করা হচ্ছে লোহা ও কাঠ ব্যবহার করে। সঙ্গে রয়েছে প্লাইউড ও অন্যান্য সামগ্রী। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।