দুর্গোৎসব মানেই তো শুধু আলোর ঝলকানি নয়, আড্ডা, আবদার, গল্পে ভরপুর দিনগুলিও।
৮১তম বর্ষে বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব সেই আবহই ফিরিয়ে আনছে এক অন্য মোড়কে। এ বছরের থিম—‘মনচাষ’। অর্থাৎ, মনের চাষ।
সহকারি সচিব সায়ন্তন ভট্টাচার্য বললেন, “এই পুজোর এ বছরের থিম কি? মনচাষ, অর্থাৎ বাঙালির কাল্টিভেশন অফ মাইন্ড।''
তিনি আরও বলেন, “আমাদের জীবনে আড্ডা এক সময় চাপ কমাত, মনকে হালকা করত।”
“এখন তো পাড়ার আড্ডা, চায়ের দোকান, গঙ্গার ঘাট সব ফাঁকা। সেই জায়গাটা দখল করে নিয়েছে হোয়াট্সঅ্যাপ", মত তাঁর।
“আমরা সেই হারানো দিনের শান্তি, সেই আড্ডার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি এই থিমের মাধ্যমে” জানালেন সায়ন্তন।
চায়ের দোকান থেকে নন্দন প্রাঙ্গন, গঙ্গার ঘাট থেকে কফি হাউজ—যে আড্ডা বাঙালির মন জুড়াত, সেই চেনা ছবিই মণ্ডপে ধরা পড়বে।
'কাল্টিভেশন অফ মাইন্ড' বা মনের ফলন ঘটানোর এই ভাবনাকে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে নানা শৈল্পিক উপাদানে।
মাটির কাজের প্রাধান্য, তার সঙ্গে বাঁশ, লোহা আর কিছু প্লাস্টার অফ প্যারিসের ছোঁয়া।
সব মিলিয়ে যেন এক টুকরো মাঠে বপন হচ্ছে চিন্তার বীজ। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)