রবিবার কলকাতায় অনুষ্ঠিত হবে এ বারের পুজোর কার্নিভাল। অংশ নেবে ১১৩টি পুজো কমিটি। তার আগে ৫ জেলা শহরে অনুষ্ঠিত হয়ে গেল কার্নিভাল।
শনিবার ৪ অক্টোবর উত্তর ২৪ পরগনা সহ ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য এই শোভাযাত্রা।
এ দিন উত্তর ২৪ পরগনার বারাসত, বনগাঁ, বসিরহাট এবং ব্যারাকপুরে প্রশাসনের উদ্যোগে কার্নিভালের আয়োজন করা হয়েছিল।
বিকেল চারটে থেকে চাঁপাডালি মোড় থেকে কার্নিভাল শুরু হয়। বারাসতের মোট ১৩টি পুজো কমিটি এতে অংশ নিয়েছিল। প্রতিমা এবং থিম নিয়ে শোভাযাত্রা তো ছিলই, সঙ্গে ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
বারাসতের শেঠপুকুর, রথতলার পুকুরে বিসর্জনের আয়োজন করা হয়েছিল। ব্যারাকপুরের চিড়িয়ামোড়েও কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে এ দিন একটি।
বনগাঁয় ১০ পুজো কমিটি নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হয়, প্রতিমা নিরঞ্জন করা হয় ইছামতীর ঘাটে। বসিরহাটে আরও এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।
তবে এই বছর পশ্চিম মেদিনীপুরে দুটি কার্নিভালের বদলে একটিই কার্নিভাল অনুষ্ঠিত হল। আবহাওয়ার কারণে খড়গপুরে কার্নিভাল হল না। কেবল মেদিনীপুর শহরেই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। মোট ১৫টি পুজো কমিটি তাতে অংশ নেয়।
বটতলা থেকে গোলকুঁয়াচক পর্যন্ত এই শোভাযাত্রা চলে। সেখানেই রবীন্দ্রনগর, বিবিগঞ্জ, পুলিশ লাইনস হাউজ়িং, রাঙামাটি, সুজাগঞ্জ, ইত্যাদি পুজো কমিটি তাঁদের বিভিন্ন থিম যেমন ডেঙ্গি সচেতনতা, নারীশক্তির জয়গান, জলদূষণ তুলে ধরে।
তমলুকেও এ দিন কার্নিভাল অনুষ্ঠিত হয় যেখানে মোট ১৩টি পুজো কমিটি অংশ নেয়।
অন্য দিকে ঝাড়গ্রামে শনিবার বিকেল ৫টা থেকে শুরু হয় কার্নিভাল। এখানেও প্রায় ১৫টি পুজো কমিটি অংশ নিয়েছিল।
আসানসোলের কার্নিভালে অংশ নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুর্গাপুরের কার্নিভালে যোগ দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং জয়া আহসানও।
প্রতিটি জায়গায় কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছিল। মোতায়েন ছিল বিরাট পুলিশবাহিনী। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।