Durga Puja 2022

ইতিহাস ও সংস্কৃতিতে মোড়ানো হরকুটীর দুর্গা পুজো!

"হরকুটীর"- এহেন নামকরণের পিছনে রয়েছে এক বিশেষ কারণ।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ১৬:৪৮
Share:
০১ ১০

হরকুটীর উত্তর কলকাতার অন্যতম এক বনেদি বাড়ি।এ বাড়ির দূর্গা পুজো-ও অন্যতম।ইতিহাস ও সংস্কৃতিতে মোড়ানো এ পরিবারের বর্তমানে ত্রয়োদশ প্রজন্মের পুজো চলছে।

০২ ১০

"হরকুটীর"- এহেন নামকরণের পিছনে রয়েছে এক বিশেষ কারণ। এ বাড়িতে ১২ মাস ও ৩০ দিন,শিব ও নারায়ণের নিত্য সেবা হয়ে থাকে।

Advertisement
০৩ ১০

বহু ইতিহাস জড়িত এই পরিবারের সাথে।এ বাড়ির শিব ঠাকুরের প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংস।

০৪ ১০

এই পরিবারের সপ্তম প্রজন্মের হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন কালি সাধক ও সৌখিন গায়ক।

০৫ ১০

ধ্রুপদ সংগীতের উৎপত্তি হয় এ বাড়িতে।বামদেব সহ বহু মানুষের পদধূলি পড়েছে এ বাড়িতে।

০৬ ১০

হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ৩২ টি ভাষায় দক্ষ ছিলেন।এমনকি যদু ভট্টের সাথে এই পরিবারের ইতিহাস জড়িত।

০৭ ১০

মা আসেন এ বাড়িতে এক চালায়। এ বাড়ির ঠাকুর স্বপ্নাদেশে পাওয়া।এখানে গণেশ ও কার্তিক শিশু রূপে পূজিত হন।ঠাকুরের এক বিশেষ ধরনের সাজ রয়েছে।সব দেব দেবী এখানে বাহন হীন।প্রতিমার রূপের কোন পরিবর্তন নেই।

০৮ ১০

এ বাড়ির বাড়ির পুজো ১০ দিনের।প্রতিপদে ঘট বসে ও দশমী পর্যন্ত পুজো হয়।বলি বা কুমারী পূজার প্রচলন নেই।

০৯ ১০

নয় দিন পুরোপুরি নিরামিষ ভোজন হয় এবং চন্দনী ক্ষীর এক বিশেষ পদ।

১০ ১০

দশমীতে মা কে পান্তাভাত ও বাসি খাবার খাওয়ানো হয়।মাছ ভাত খাওয়ার পর মা কে বরণ করা হয়। এরপর দুপুরের মধ্যে বাড়ি থেকে মা বিদায় নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement