Durga Puja 2023 Theme

অবসরের ভাবনা! শূন্য তবু শূন্য নয়!

সময় ফেলে আসা মুহুর্তকে কখনওই আড়াল করতে পারে না। সেই বার্তাই নিজেদের থিম ও মণ্ডপসজ্জার মধ্যে তুলে ধরেছেন ভবানীপুর 'অবসর'।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৮:৫০
Share:

ফেলে আসা স্মৃতিকে নিয়ে কোনও ভাবেই ভুলে যাওয়া যায়? যা কিছু অতীত তাকে পেরিয়ে শুধুই কি গিয়ে যাওয়া যায় ভবিষ্যতের উদ্দ্যেশ্যে?

Advertisement

এই প্রশ্ন নিয়েই হাজির এই বছরের অবসর সর্বজনীনের পুজো।

ভবানীপুরের এই পুজো প্রতি বছরই নিজেদের থিম ও ভাবনায় অনেক নতুনত্ব আনে।

Advertisement

এই বছর তাঁরা স্মৃতি নিয়েই ভেবেছেন নিজেদের থিমের জন্য। সময় ফেলে আসা মুহূর্তকে কখনওই আড়াল করতে পারে না।

সেই বার্তাই নিজেদের থিম ও মণ্ডপসজ্জার মধ্যে তুলে ধরেছেন তাঁরা। স্মৃতি মানুষের মননে থেকে যায়। তার বিমূর্ত ছাপও বজায় থাকে প্রতিটি স্মৃতির পাতায়। গত কালের সঙ্গে আগামীকে জুড়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায় মানুষ প্রতিনিয়ত।

সাদা কালোর সঙ্গে মিশে যায় নীল, হলুদ এমনকি সবুজও। আধুনিক চিন্তন মিলেমিশে যায় সাবেকি ভাবনার সঙ্গে। শূন্য কোথাও নেই, যা বাস্তবতার ক্ষেত্রে শূন্য, তাই স্মৃতির পাতায় পরিপূর্ণ নিজের মতো করে। সেই ভাবনা থেকেই তাঁরা এই বছর গড়ে তুলেছেন শূন্য তবু শূন্য নয়, এই থিম।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন