Khirpai Boro Maa

পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাইয়ের 'বড় মা কালী', এখানে ভক্তরাই পুরোহিত!

সংশ্লিষ্ট প্রাঙ্গণে রয়েছে মোট দু'টি মন্দির। একটি বড় মা-র। অন্যটি কার?

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৩:৩০
Share:
০১ ১০

পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই গ্রাম এই বিখ্যাত মন্দিরের ঠিকানা। দেবী কালিকা এখানে 'বড় মা' নামে পরিচিত।

০২ ১০

এই মন্দিরটি একটি বিশেষ কারণে আলাদা। আর পাঁচটা মন্দিরের মতো এখানে কোনও স্থায়ী পুরোহিত নেই।

Advertisement
০৩ ১০

প্রতি দিন সাধারণ ভক্তরাই পুজোর কাজ করেন। তাঁরাই স্বেচ্ছায় দেবীর সেবা করেন।

০৪ ১০

এখানে প্রতিমা বিশাল আকারের। 'বড় মা'-র উচ্চতা প্রায় ৪৫ ফুট।

০৫ ১০

কালী প্রতিমার চার হাতের মধ্যে উপরের একটি হাতে রয়েছে পৃথিবীর প্রতিকৃতি। এটি এই মূর্তির অন্যতম বৈশিষ্ট্য।

০৬ ১০

দেবীর নীচের একটি হাতে ধরা আছে একটি সাদা পায়রা। মনে করা হয়, এই হাত শান্তির বার্তা দেয়।

০৭ ১০

মন্দিরের কাঠামোটি খুবই সাধারণ। ইটের গাঁথনি ও টিনের ছাউনি দিয়ে তৈরি। নেই কোনও নকশা বা কারুকার্য।

০৮ ১০

এখানে ভক্তদের পুজোর ফল বা দক্ষিণা দেওয়া নিষেধ। ভক্তরা চাইলে দেবীর জন্য প্রসাদ রেখে যেতে পারেন।

০৯ ১০

শুধুমাত্র অমাবস্যা তিথিতে পুরোহিত এসে বিশেষ পুজো করেন। বাকি দিনগুলিতে ভক্তরাই পুজোর দায়িত্ব সামলান।

১০ ১০

মূল মন্দির চত্বরে আরও একটি ছোট মন্দির রয়েছে। সেটি 'ছোট মা'-র মন্দির নামে পরিচিত। কালীপুজোর আবহে চাইলে আপনিও এই মন্দিরে এসে পুজো করে যেতে পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement