Kolkata Durga Puja Visarjan Weather

চোখ রাঙাচ্ছে 'অসুর' নিম্নচাপ! একাদশীতে ভাসানে কোন কোন জায়গা ভাসতে পারে তুমুল বৃষ্টিতে?

একাদশীর সকাল থেকেই ঘাটে ঘাটে ভিড় হচ্ছে, চলছে প্রতিমা নিরঞ্জন। তবে সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১২:৩০
Share:

প্রতীকী চিত্র

পুজো শেষ হতে না হতেই চোখ রাঙাতে শুরু করেছে নিম্নচাপ। দশমীর দিন সকাল থেকে শুরু করে একাধিক জায়গা ভেসেছে তুমুল বৃষ্টিতে। একাদশীতেও আকাশের মুখ ভার। ইতিমধ্যেই একাধিক জায়গায় নেমে পড়েছে বৃষ্টি। কিন্তু এই বছর বিজয়া দশমী তিথি বৃহস্পতিবার পড়ায় অনেক জায়গাতেই সে দিন বিসর্জন হয়নি। শুক্রবার, একাদশীর সকাল থেকেই ঘাটে ঘাটে ভিড় হচ্ছে, চলছে প্রতিমা নিরঞ্জন। তবে সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেটি ইতিমধ্যেই স্থলভাগে ঢুকে পড়েছে। ওড়িশা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে এই নিম্নচাপ। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত তুমুল বৃষ্টি হতে পারে।

শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। ৯৮ শতাংশ আর্দ্রতা থাকবে শহরের বাতাসে।

Advertisement

তবে কলকাতায় ভারী বর্ষণের পূর্বাভাস না থাকলেও হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে।

পুজোর শেষে উত্তরবঙ্গে আকাশে কমছে দুর্যোগের কালো মেঘ। দার্জিলিং সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাদ যায়নি পড়শি রাজ্য সিকিমও। প্রবল বর্ষণের জেরে ধস নামার বা নদীতে হড়পা বানের আশঙ্কা করা হচ্ছে। ফলে এই জেলাগুলিতে একাদশী থেকে ৫ অক্টোবরের মধ্যে যে পুজো কমিটির বিসর্জনের পরিকল্পনা রয়েছে তাদের সচেতন থাকাই শ্রেয়।

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement