Jagadhatri Puja 2025

রিষড়ার জগদ্ধাত্রী পুজোয় মেসি! প্রথম বছরেই চমক বাঙ্গুর পল্লীর, উদ্বোধনে এলেন কারা?

প্রথম বর্ষেই বাজিমাত। রিষড়া বাঙ্গুর পল্লীর জগদ্ধাত্রী পুজোয় থিম ‘মেসি’। উদ্বোধনে হাজির সোহম, প্রিয়ঙ্কা, রহিম নবী, মেহতাব, অ্যালভিটো, অসিম।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৫৬
Share:

প্রতীকী চিত্র।

হুগলি জেলার জগদ্ধাত্রী পুজো মানেই এক আলাদা উন্মাদনা, এক সুপ্রাচীন ঐতিহ্যের হাতছানি। সেই ইতিহাসে এ বার এক নতুন চমক যোগ করল রিষড়ার রিষড়া বাঙ্গুর পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। এ যেন প্রাচীন পুঁথিতে আধুনিকতার ঝলক! প্রথম বছরেই তারা যে বাজিমাত করতে চলেছে, সে কথা এখন রিষড়াবাসীর মুখে মুখে। আর সেই ঝলকের কেন্দ্রে একটাই নাম— ফুটবলের রাজপুত্র লিওনেল আন্দ্রেস মেসি।

Advertisement

উদ্বোধনের মঞ্চেই তারকাদের ভিড়। অভিনেতা সোহম চট্টোপাধ্যায়, অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার, ফুটবলার রহিম নবী, মেহতাব হোসেন, অ্যালভিটো ডি’চুনা, অসিম বিশ্বাস—সবার উপস্থিতিতে জমে উঠেছিল উদ্বোধনের সন্ধ্যা।

রিষড়া শহর জন্ম দিয়েছে আন্তর্জাতিক মানের বহু ফুটবলারকে। আর সেই শহরেরই ভূমিপুত্র, দেশের অন্যতম ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এই পুজোর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। শতদ্রু দত্ত যেখানে, সেখানে ফুটবলের ছোঁয়া থাকবে না, সে কি আর হয়! তাই দেবীর আরাধনায় স্বশরীরে না থেকেও যেন উপস্থিত থাকছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা। এই বছর ডিসেম্বরেই তো ফুটবলের সেই জাদুকরের ফের কলকাতায় আসার কথা। তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই নতুন ভাবনা, থিম— ‘মেসিময়’।

Advertisement

পুজো কমিটির অন্যতম থিমের জনক সন্দীপ মুখার্জী জানালেন, এই থিম আসলে রিষড়াবাসীর মনের প্রতিচ্ছবি। মেসি নিজে শহরে এলে মানুষের মনে যে উল্লাস ও আবেগ উপচে পড়ত, সেই দৃশ্যকল্পকেই তাঁরা মণ্ডপে ফুটিয়ে তুলতে চাইছেন। সন্দীপের মতে, নানা বিষয় নিয়ে তো পুজো হয়ই, কিন্তু একজন কিংবদন্তী ব্যক্তিত্বকে এমন অভিনব উপায়ে উৎসর্গ করে থিম তৈরি করা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এটাকে থিমের ক্ষেত্রে এক রকম 'চ্যালেঞ্জ' বলেও আখ্যা দিলেন তিনি। বোঝাই যাচ্ছে, এই মুহূর্তে মেসি-জ্বরে আক্রান্ত আপামর রিষড়াবাসী।

প্রথম বছরেই রিষড়া বাঙ্গুর পল্লীর পুজো এক অন্য মাত্রা পেয়েছে তাদের উদ্বোধনি অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা সোহম চট্টোপাধ্যায় ও প্রিয়ঙ্কা সরকার। সঙ্গে ছিলেন প্রখ্যাত ফুটবলার রহিম নবী, মেহতাব হোসেন, অ্যালভিটো ডি'চুনা, অসিম বিশ্বাসের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা।

এই উদ্যোগ প্রসঙ্গে পুজো কমিটির আরেক সদস্য সৌরভ ব্যানার্জী বলেন, এলাকার ছোট ছোট ফুটবলারদের খেলার প্রতি আরও বেশি আকৃষ্ট করতেই তাঁদের এই কার্যকলাপ। বিশ্বসেরা মেসি এমন এক ব্যক্তিত্ব, যাঁর ফুটবল-জীবন আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা। তাই পুজো মণ্ডপে মেসিকে নানা রাজকীয় রূপে তুলে ধরার পাশাপাশি মেসি ও রিষড়ার মধ্যে এক আবেগপূর্ণ সম্পৃক্ততা তুলে ধরতেও তাঁরা বদ্ধপরিকর।

এই পুজোর প্রতিমা নির্মাণ করছেন পদ্মশ্রী সনাতন রুদ্র পাল, ‘মেসিময়’ ভাবনাকে মণ্ডপে রূপদান করছেন সন্দীপ ও তপতী মুখার্জী দম্পতি। আর তাঁদের পথ দেখাচ্ছেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান তথা পুজো কমিটির সভাপতি বিজয় সাগর মিশ্র। সব মিলিয়ে রিষড়ার এই নতুন সংযোজন জগদ্ধাত্রী পুজোয় এক নতুন উত্তেজনার পারদ চড়িয়ে দিল, এ কথা বলাই বাহুল্য।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement