পুজোর মরসুমে ‘মারুতি সুজুকি অ্যারেনা’ আয়োজন করেছিল এক অভিনব উৎসব যাত্রার - ফার্স্ট লুক, যেখানে Alto K10 এবং WagonR-কে সঙ্গী করে কলকাতার ১০টি ঠাকুর ঘুরে দেখলেন অভিনেত্রীরা এবং সঞ্চালক সুজয়নীল।
শ্রাবন্তীর সঙ্গী ছিল Alto K10, যা অভিনেত্রীর ঠাকুর দেখার মুহূর্তকে করে তুলেছিল আরও সুন্দর।
WagonR-এর সঙ্গে প্রিয়াঙ্কা নিশ্চিন্তে ঘুরে দেখলেন কলকাতার পাঁচটি সেরা পুজো।
শ্রাবন্তী ঘুরে দেখলেন বড়িশা ক্লাব, ভবানীপুর ৭৫ পল্লী, চোরবাগান সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীন এবং সল্টলেক একে ব্লক।
প্যান্ডেল হপিং-এ গিয়ে প্রিয়াঙ্কা ঘুরে দেখলেন কাশী বোস লেন, হাতিবাগান, কেষ্টপুর প্রফুল্ল কানন, দমদম পার্ক তরুণ সংঘ এবং দমদম পার্ক ভারতচক্র।
মণ্ডপসজ্জা থেকে আলো, থিমের অন্তর্নিহিত মানে, সব কিছুই ঘুরে ঘুরে দেখলেন শ্রাবন্তী।
ঠাকুর দেখতে গিয়ে সেলফি না হলে হয়? পুজোর মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখলেন প্রিয়াঙ্কা।
‘মারুতি সুজুকি অ্যারেনা’-র সঙ্গে যে যে প্যান্ডেল ঘুরে দেখলেন অভিনেত্রীরা।
সাধ্যের মধ্যে পূরণ হবে সাধও। Alto K10-এর দাম শুরু হচ্ছে ৩,৬৯,৯০০ টাকা থেকে।
WagonR-এর দাম শুরু হচ্ছে ৪,৯৮,৯০০ টাকা থেকে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।