সংগৃহীত চিত্র।
শারদীয়া ও দীপাবলির পর ফের এক বার উৎসবের আমেজ পড়শি রাষ্ট্র বাংলাদেশে। কারণ, এখানকার মতোই ওখানেও বাংলার মাটিতে জগদ্ধাত্রী রূপে পূজিতা হন মা আদি শক্তি। সমস্ত প্রথা, রীতি, নীতি মেনেই বাংলাদেশে মায়ের এই পুজো করা হয়।
দুর্গা এবং কালীপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোর আয়োজনের ক্ষেত্রেও বাংলাদেশের বহু জায়গায় অসংখ্য বারোয়ারি উদ্যোগ চোখে পড়ে। যাদের মধ্যে অন্যতম একটি হল - চট্টগ্রামের পাটিয়া উপজেলা। এখানকারই একটি পুজোয় দেবী জগদ্ধাত্রীর অনন্য রূপ সকলের নজর কাড়ছে!
এখানকার মতোই বাংলাদেশেও থিম পুজোর চল ভালই শুরু হয়েছে। সংশ্লিষ্ট জগদ্ধাত্রী পুজোটিও তার ব্যতিক্রম নয়। এই আয়োজনের যে থিম, তার পোশাকি নাম দেওয়া হয়েছে - কালচক্র!
এই মণ্ডপে মায়ের মূর্তি নির্মাণের দায়িত্ব পেয়েছেন শিল্পী কার্তিক পাল। তাঁর হাতের ছোঁয়ায় ক্রমেই যেন জীবন্ত হয়ে উঠছেন জগজ্জননী মা জগদ্ধাত্রী! মাতৃ মূর্তির মুখাবয়ব স্নিগ্ধ ও স্নেহময়ী। তাঁর চোখে, ঠোটের হাসিতে যেন অপার ভরসার আশ্রয়!
কিন্তু, সব থেকে যেটি নজর কাড়ছে, তা হল - মায়ের মাথার মুকুট। সেই মুকুটে ছোট ছোট পুতুলের মতো একাধিক নরমূর্তি সৃষ্টি করেছেন শিল্পী! তাঁর এই স্বাতন্ত্র ভাবনা যেন এক লহমায় এই প্রতিমাকে বাকি সকলের থেকে আলাদা করে দিয়েছে। উদ্যোক্তাদের আশা, এ বছর মায়ের এই রূপ দেখতে মণ্ডপে ভক্তদের ঢল নামবে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।