সংগৃহীত চিত্র।
জগদ্ধাত্রী পুজো মানেই দুটো জায়গার নাম উঠে আসে বাঙালির চর্চায়– কৃষ্ণনগর এবং চন্দননগর। সেই কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারি ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে সেজে উঠছে মণ্ডপ। এই পুজো কমিটির থিম নারীশক্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু এক জন নারী, সেই থেকেই তাঁদের এই ভাবনা।
গত ৬ অক্টোবর বাঘাডাঙ্গা বারোয়ারি ক্লাবের খুঁটিপুজো হয়েছে। চলতি বছরে এই ক্লাব ১৭০ বছরে পদার্পণ করল। এই পুজোয় দেবী ‘বাঘা মা’ নামেই খ্যাত। তাদের এ বারের থিম নারীশক্তির প্রতিফলন থাকছে গোটা মণ্ডপ জুড়ে। থাকবে বিভিন্ন ধরনের আলোর খেলা। জানা গিয়েছে, দেবীর আরতির সময়ে একত্রে ১০৮টি ঢাক বেজে উঠবে। প্রতি বছরই এই ক্লাব তাঁদের ভাবনা, প্রতিমা এবং আলোর জন্য নজর কাড়ে। এ বারও তার অন্যথা হবে না বলেই মনে করছেন উদ্যোক্তারা। এ বছর জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর গেলে এই পুজোয় ঢুঁ মারতে ভুলবেন না।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।