Jagadhatri Puja 2025

গোয়ার ঝর্না এখন বঙ্গে! কোন মণ্ডপে গেলেই দেখা মিলবে দুধসাগরের?

গোয়া ভ্রমণে গিয়ে দুধসাগর ঝর্না দেখতে যান না এমন মানুষ কমই আছে। অনেকে তো মুম্বই-পুনে থেকেও সেখানে বেড়াতে আসেন এই ঝর্নার মনোমুগ্ধকর রূপ দেখতে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৩৭
Share:

প্রতীকী চিত্র।

গোয়া ভ্রমণে গিয়ে দুধসাগর ঝর্না দেখতে যান না এমন মানুষ কমই আছে। অনেকে তো মুম্বই-পুনে থেকেও সেখানে বেড়াতে আসেন এই ঝর্নার মনোমুগ্ধকর রূপ দেখতে। এ বার আপনি বাংলায় বসেই সেই ঝর্নার দেখা পাবেন। হ্যাঁ, কৃষ্ণনগরের এক জগদ্ধাত্রী পুজো মণ্ডপে তুলে আনা হয়েছে, থুড়ি বানানো হয়েছে দুধসাগর জলপ্রপাত।

Advertisement

কৃষ্ণনগরের রাধানগর অন্নপূর্ণা বারোয়ারি ক্লাবের এ বারের থিম দুধসাগর ঝর্না। মণ্ডপে ঢুকতে গেলেই চোখে পড়বে সবুজের সমারোহ। গোয়ার দুধসাগর ঝর্নার আশেপাশে যেমন গভীর জঙ্গল, মন ভাল করা সবুজের দেখা মেলে এখানেও তেমন ভাবেই জঙ্গলের আবহ তৈরি করা হয়েছে। মণ্ডপের এক দিকে জঙ্গলে মধ্যেই রাখা দেবাদিদেব মহাদেবের মূর্তি। আর একটু এগোলেই দেখে মিলবে সেই ঝর্নার। থাকবে ট্রেনও।

ঝর্না ছাড়িয়ে পাহাড়ের মধ্যে প্রবেশ করলে দেখা মিলবে দেবী জগদ্ধাত্রীর। পাহাড়ের মধ্যে বিরাজ করছেন কৃষ্ণনগরের অন্নমাতা। গোলাপি ডাকের সাজে সেজে উঠেছেন তিনি। এই অভিনব থিমের সাক্ষী থাকতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement