প্রতীকী চিত্র।
দুর্গাপুজো ও কালীপুজোর পর এ বার জগদ্ধাত্রী পুজোর আয়োজনেও সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিতে প্রস্তুত শহর শিলিগুড়ি! থিমের লড়াইয়ে একে অপরকে জোর টক্কর দিচ্ছে এখানকার বারোয়ারি পুজো কমিটিগুলি। যাদের মধ্যে অন্যতম হল - কলেজ পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি। তাদের এ বারের আয়োজন নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে চর্চা শুরু হয়ে গিয়েছে।
তথ্য বলছে, এ বছর এই পুজো কমিটির থিম হল - দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। সেই অনুকরণেই গোটা মণ্ডপ এবং সংশ্লিষ্ট চত্বর সাজিয়ে তোলা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির অপরূপ প্রতিরূপ বা রেপ্লিকা এই মণ্ডপে দেখা যাবে। সেই সঙ্গে কানে আসবে জগন্নাথ মন্দিরের কাঁসর ও ঘণ্টার শব্দ। সব মিলিয়ে মণ্ডপে ঢুকলেই এক শান্তিপূর্ণ আধ্যাত্মিক আবহ দর্শনার্থীদের মন ভাল করে দেবে।
এই পরিবেশের সঙ্গে মানানসই ভাবেই এ বারের জগদ্ধাত্রী প্রতিমাটিও নির্মাণ করা হয়েছে। এই প্রতিমার গঠন ও গড়নে চন্দননগরের মূর্তিগুলির আদল অনুসরণ করা হয়েছে। প্রতিমার উচ্চতা ২১ ফুট। মায়ের অঙ্গসজ্জায় ব্যবহার করা হয়েছে ডাকের সাজ।
সব মিলিয়ে এই পুজো ইতিমধ্যেই আমজনতার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উদ্যোক্তাদের আশা, পুজোর দিনগুলিতে মণ্ডপে ভিড় হবে ভালোই।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।