Chandannagar Jagadhatri Puja

‘সোনা মা’ সেজে উঠেছে হিরের দীপ্তিতে, হেলাপুকুর ধারের এ বারের থিম কী জগদ্ধাত্রী পুজোয়?

জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। আর চন্দননগরের অন্যতম খ্যাতনামা পুজো হল হেলাপুকুর ধার।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২০:১১
Share:

সংগৃহীত চিত্র।

জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। আর চন্দননগরের অন্যতম খ্যাতনামা পুজো হল হেলাপুকুর ধার। এ বার এই মণ্ডপে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। মণ্ডপ তো বটেই, দেবীর সাজসজ্জা নজর কেড়েছে সকলের।

Advertisement

খ্যাতনামা স্বর্ণ ব্যবসায়ীর দোকানের কোটি কোটি টাকার হিরের গয়নায় সেজে উঠেছে হেলাপুকুর ধারের প্রতিমা। কয়েক হাজার আসল হিরে ব্যবহার করা হয়েছে দেবীকে সাজানোর জন্য।

ক্লাব সদস্য গোপাল দাস আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, দেবীকে গয়নায় সাজাতে গেলে যত পরিমাণ হিরের দরকার তত পরিমাণ হিরে আছে। তাঁর কথায়, "গয়নার একটা মাপ দিতে হয়। গত বছর আমাদের ১৭ ফুটের ঠাকুর হয়েছিল, এই বছর গয়নার জন্য ১৪ ফুটে ঠাকুর করা হয়েছে।"

Advertisement

এই বছর ৫৬ বছরে পা দিল হেলাপুকুর ধারের পুজো। ক্লাবের ৫০তম বছর থেকে শুরু হয়েছে দেবীকে সোনার সাজে সাজানো। আর সেই থেকেই এই প্রতিমা 'সোনা মা' নামেও খ্যাতি লাভ করেছে।

কুমোরটুলির শিল্পীই গড়েছে চন্দননগরের সোনা মাকে। দেবীকে পরানো হয়েছে নীল রঙের শাড়ি। সঙ্গে হিরের গয়নার ঔজ্জ্বল্যে আলাদাই এক রূপ তৈরি হয়েছে যেন মণ্ডপের। বিভিন্ন ধরনের মুখোশ দিয়ে সেজে উঠেছে মণ্ডপ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement