শহর কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম জানবাজার রাজবাড়ির পুজো।
এই বাড়ি রানি রাসমণির শ্বশুরবাড়ি। যার সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস।
এই বাড়ি যেমন শতাব্দী প্রাচীন, তেমনই এই বাড়িতে দশভূজার আরাধনাও হয়ে আসছে শতকের পর শতক ধরে।
কথিত আছে, শ্রী রামকৃষ্ণ স্বয়ং নারীবেশে এই বাড়িতে জগজ্জননীর পুজো করেছিলেন!
আজও পরিবারের প্রাচীন রীতিনীতি মেনেই জানবাজার রাজবাড়িতে দুর্গাপুজো হয়।
বাড়ির একচালা প্রতিমার অন্যতম বৈশিষ্ট্য হল, মায়ের মুখ এখানে তপ্ত কাঞ্চন বর্ণের।
চাইলে যেকোনও দর্শনার্থীই পুজোর সময় জানবাজার রাজবাড়িতে গিয়ে প্রতিমা দর্শন করতে পারেন।
পরাধীন ভারতবর্ষে এই বাড়ি ছিল বাংলার নবজাগরণ, নারীর ক্ষমতায়ন ও ব্রিটিশ বিরোধী ভাবাদর্শের অন্যতম পীঠস্থান।
গৌরবময় সেই ইতিহাস আজও সযন্তে রক্ষা করে চলেছেন বাড়ির বর্তমান সদস্যরা।
এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে অথবা হাওড়া থেকে বাস ধরে ওয়েলিংটন মোড় পর্যন্ত এসে হাঁটা পথে জানবাজার রাজবাড়িতে পৌঁছে যাওয়া যায়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।