Kankurgachi Jubak Brinda

গোয়ালা পাড়ার পুজোর গল্প শোনাবে এই পুজো

পুজোর পরিচয় কাঁকুড়গাছি যুবকবৃন্দ হলেও অতীতে এই পুজো গোয়ালা পাড়ার পুজো বলেই এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল। এ বারে তাদের থিম ‘গোয়াল পাড়া’। যেখানে এলাকারই হারানো গল্প শোনাচ্ছে তারা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৭:৫৮
Share:

সম্প্রদায় ১৯৩০ সালে এক ভয়াবহ অত্যাচার কালে শুরু হওয়া কাঁকুড়গাছি যুবকবৃন্দের পুজো আজ কলকাতার পুজোর মানচিত্রে এক উজ্জ্বল নাম। আজ এই পুজোর পরিচয় কাঁকুড়গাছি যুবকবৃন্দ হলেও অতীতে এই পুজো গোয়ালা পাড়ার পুজো বলেই এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল। কারণ তৎকালীন বেশ কিছু গোয়ালা সম্প্রদায় মানুষের হাত ধরেই এই পুজোর উত্থান। পরবর্তী কালে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও এই পুজোর অঙ্গ হয়ে ওঠে।

২০২৩ এর পুজোয় এসে এই পাড়া এবং পুজোকে ঘিরে কিছু অজানা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। এই বছরের থিম ‘গোয়াল পাড়া’। মণ্ডপ লাগোয়া পাড়াতে যে গোয়ালা পাড়া রয়েছে তাকে ঘিরেই এই বছরের থিম। মণ্ডপ সজ্জায় থাকবে ১৯৩০ সালের উত্তাল সময়ে দাঙ্গার মধ্যে হওয়া পুজোর ইতিহাসও।

Advertisement

পুজোর সম্পাদক বিট্টু সাউের কথায়, ‘মণ্ডপ সজ্জায়’ থাকছে সাতটি স্তর। আরও নানা চমক রয়েছে। আমি এইটুকু কথা দিতে পারি আমাদের পুজোর বাজেট খুব বেশি নয়। কিন্তু মানুষ এই পুজো দেখে খুব আনন্দ পাবেন।’’

থিম : গোয়ালা পাড়া

Advertisement

থিম ও প্রতিমা শিল্পী : অভিজিৎ ঘটক

কী ভাবেন যাবেন : কাঁকুড়গাছি আইল্যান্ড থেকে মানিকতলা রেল ব্রিজের দিকে যেতে গেলেই প্রথম বাঁ দিকে ঢুকে গেছে কাঁকুড়গাছি সেকেণ্ড লেন। কাঁকুড়গাছি সেকেণ্ড লেন ধরে মিনিট দুয়েক হাঁটলেই পৌঁছে যাবেন মণ্ডপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন