সংগৃহীত চিত্র।
মহালয়া আসতে এখনও বেশ কয়েকটা দিন বাকি। ষষ্ঠী, সপ্তমী আসতে তো সপ্তাহখানেকের বেশি সময় বাকি। কিন্তু হলে কী হবে, কলকাতার এই বাড়িতে এখনই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। হ্যাঁ, ৪-৫ দিন নয়, এমনকী ৯ দিনও নয়। টানা ১৫ দিন ধরে চলে দুর্গাপুজো। কোথায়? কলকাতার ট্যাংরার শীল লেন দাস বাড়িতে।
কলকাতার এই বনেদি বাড়িতে কৃষ্ণ নবমীর দিন থেকে শুরু হয় দুর্গাপুজো। বাঙালির চেনা পুজোর থেকে যেন একদমই অন্য রকম এই পুজো। কৃষ্ণ পক্ষের নবমী থেকে শুক্ল পক্ষের দশমী পর্যন্ত চলবে এই বাড়ির পুজো।
কিন্তু কেন এত দিন ধরে এই বাড়িতে দেবীর আরাধনা হয়? এই বিষয়ে আনন্দবাজার ডট কমকে শীল লেন দাস বাড়ির গৃহকর্ত্রী রিমা দাস জানান, “আমাদের শীল লেন দাস বাড়িতে কৃষ্ণ নবমী থেকে আমরা পনের দিন ধরে পুজো করে থাকি। এ দিন থেকে আমরা দেবীর আরাধনা শুরু করি কারণ আদ্রা নক্ষত্র পাওয়া যায়। এ দিন মায়ের বোধন করে, পুজো শুরু করি। শুক্ল পক্ষের দশমীর দিন মাকে বিসর্জন দেওয়া হয়।”
বাড়ির গৃহকর্তা প্রসেনজিৎ দাস জানান শাস্ত্রে সাতটি কল্প রয়েছে যেখান থেকে দুর্গাপুজো শুরু করা যেতে পারে। তাঁর কথায়, “প্রথম কল্প বলছে আদ্রা নক্ষত্রে দেবীর বোধন হবে। এটা মহাপুজো হিসেবে আখ্যা পেয়েছে, তাই আমাদের বলিও হয়ে থাকে। হোম হয়, ভোগ দেওয়া হয়। ষোড়শোপচারে পুজো হয়।” তিনিই বর্তমানে এই বাড়ির পুজো করেন।
জানা গিয়েছে এখানে সপ্তমী থেকে নবমী পর্যন্ত চালকুমড়ো বলি হয়। অন্নভোগ দেওয়া হয় না অষ্টমীতে। নবমীর দিন কুমারী পুজো করা হয়ে থাকে। দশমীর দিন দেবীকে পান্তা ভাত এবং কচুর লতি খাইয়ে বিদায় জানানো হয়। এই বাড়িতে দেবী দুর্গা কন্যা রূপে পূজিত হন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।