ananda utsav 2022

উত্তর থেকে দক্ষিণ, সেরা ১১টি বারোয়ারি পুজোকে বেছে নিল আনন্দবাজার অনলাইন

অবশেষে ফলপ্রকাশ। আনন্দবাজার অনলাইনের চোখে কোন এগারোটি পুজো হল কলকাতার সেরা পুজো।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ২৩:১৯
Share:
০১ ১২

অপেক্ষার অবসান। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার সেরা ১১টি বারোয়ারি পুজোকে বেছে নিল আনন্দবাজার অনলাইন।

০২ ১২

টালা প্রত্যয় — আনন্দবাজার অনলাইনের চোখে এই বছরের সেরা পুজোর শিরোপা জিতল ‘টালা প্রত্যয়’।

Advertisement
০৩ ১২

গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব — দ্বিতীয় স্থানে রয়েছে ‘গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব’

০৪ ১২

দমদম তরুণ দল — দ্বিতীয় স্থানে রয়েছে ‘দমদম তরুণ দল’

০৫ ১২

রাজডাঙা নব উদয় সংঘ — বছরভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এই পুজো কমিটি। সেরা সামাজিক কাজের নিরিখে সেরা পুজোর শিরোপা জিতেছে ‘রাজডাঙা নব উদয় সংঘ’

০৬ ১২

চক্রবেড়িয়া সার্বজনীন — প্রতিমার গয়না, সাজ-সজ্জা, মুখ ইত্যাদির নিরিখে সেরা পুজোর তকমা পেল ‘চক্রবেড়িয়া সর্বজনীন’

০৭ ১২

বালিগঞ্জ একুশ পল্লী — ‘বালিগঞ্জ একুশ পল্লী’ সর্বজনীন দুর্গোৎসব সমিতি জিতেছে ‘কম বাজেটে নজরকাড়া’ পুজোর শিরোপা।

০৮ ১২

নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব — প্রতিমা ও মণ্ডপ তৈরির জিনিস কতটা পরিবেশ বান্ধব, তার নিরিখে সেরা পুজোর শিরোপা পেল ‘নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব ’।

০৯ ১২

দমদম পার্ক ভারত চক্র ক্লাব — বিদ্যুৎ, প্রাথমিক চিকিৎসা ও অগ্নি নিরাপত্তা অর্থাৎ মণ্ডপের সামগ্রিক নিরাপত্তার নিরিখে সেরা পুজোর শিরোপা জিতেছে ‘দমদম পার্ক ভারত চক্র ক্লাব’

১০ ১২

ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন — এই বছর জুরির চোখে সেরা পুজো ‘ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন’

১১ ১২

সুরুচি সংঘ — নেটমাধ্যমে পুজোর প্রচারের নিরিখে সেরা পুজো হয়েছে ‘সুরুচি সংঘ’

১২ ১২

হাতিবাগান নবীন পল্লী — এই বছর জনতার রায়ে সেরার সেরা পুজো ‘হাতিবাগান নবীন পল্লী’। এই পুজো সর্বাধিক ভোট পেয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement